* সারা দেশব্যাপী বিনাপুঁজিতে উদ্যোক্তা তৈরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি *

 ১। উদ্যোক্তা প্রতিনিধি নির্বাচন সারা দেশব্যাপী বিনা পুঁজিতে একজন সফল উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে আমাদের এই ব্যতিক্রমধর্মী সামাজিক সেবামূলক আধুনিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম বা প্ল্যাটফর্মের নাম PARC Bazaar । এই PARC Bazaar -এ বিনা পুঁজিতে ব্যাতিক্রমধর্মী একজন সফল উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঢাকা শহরের প্রতিটি মহল্লা/গলিতে ১জন করে এবং সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে ১জন করে PARC Working Partner বা  “PARC প্রতিনিধি বা উদ্যোক্তা প্রতিনিধি(Mentor of Goli/Village-MG/MV)" নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়া চলছে। 

       #পাশাপাশি ঢাকা শহরের প্রতিটি থানায় বা দেশের প্রতিটি উপজেলায় ১জন করে উদ্যোক্তা প্রতিনিধি অর্থাৎ বিনা পুঁজিতে PARC Working Partner/Agent (Mentor of PARC Store-MPS) এবং ঐ থানার আওতাধীন প্রতিটি মহল্লায় ১জন করে  এবং ঐ উপজেলার প্রতিটি ইউনিয়নে ১জন করে  উদ্যোক্তা প্রতিনিধি অর্থাৎ বিনা পুঁজিতে PARC Working Partner/Agent (Group leader-GL) নিয়োগ দেয়া হবে।

 ২।  উদ্যোক্তা প্রতিনিধি( MV) হিসাব নিয়োগ পেতে হলে বা নির্বাচিত হতে হলে প্রথম শর্ত ঃ

    ক)  তার অবশ্যই একটি নিজস্ব মুদি দোকান থাকতে হবে : :  বিনাপুঁজিতে ব্যাতিক্রমধর্মী একজন সফল উদ্যোক্তা নির্বাচিত হতে হলে ঢাকা শহরের প্রতিটি মহল্লায় বা গলিতে এবং দেশের প্রতিটি  

       গ্রামে যাদের ছোটখাটো একটি করে  নিজস্ব মুদি দোকান আছে, যারা শুধুমাত্র কেনা-বেচার হিসাব ও কাস্টমারের মোবাইল নাম্বার খাতায় লিখতে পারেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

   খ) তবে  যাদের নিজস্ব মুদি দোকান নেই তাদেরকে যে কোন একটি মুদি দোকানের সাথে যুক্ত হতে হবে : :

      তবে যাদের নিজস্ব মুদি দোকান নেই কিন্তু তাদের ভাই বা নিকট আত্মীয় বা বন্ধু-বান্ধবের মুদি দোকান আছে, যারা তার কথা শুনবে এবং তার অনুরোধ মত আমাদের PARC Bazaar এর   

      পলিসি অনুযায়ী কাজ করবে তাকেও আমরা নিয়োগ বা নির্বাচন করব। তবে যখন আমাদের পলিসি মোটামুটি চালু হবে তখন তাকে অবশ্যই নিজস্ব একটি মুদি দোকান দিতে হবে।

   আমাদের সাথে কাজ করার যোগ্যতা বা আপনার শিক্ষাগত যোগ্যতা : : আমাদের সাথে কাজ করতে আপনাকে বিশাল সার্টিফিকেটধারী শিক্ষাগত যোগ্যতার অধিকারী হওয়ার প্রয়োজন নেই । আপনি ক্লাস 5 পাশ বা BA, MA পাশ বা  আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন ? আপনি যদি একজন মুদি দোকানদার হিসেবে শুধু কেনা-বেচার হিসাব সহ আপনার কাস্টমারের নাম, ঠিকানা , মোবাইল নাম্বার লিখতে পারেন, আপনি যদি ধৈর্যশীল হন,  ধৈর্য্য সহকারে আপনার ব্যবসা পরিচালনা করে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকে,  আপনি যদি উদ্যোমী ও ডাইনামিক হন , আপনি যদি নিজেকে অন্যের তুলনায়  একটু চালাক-চতুর মনে করেন, আপনি যদি মিশুক হন অর্থাৎ সহজে মানুষের সাথে মিশতে পারেন অর্থাৎ সহজে মানুষকে কনভিন্স করতে পারেন, সুযোগ পেলে কিছু একটা করে নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করার মত অদম্য ইচ্ছা বা আগ্রহ আছে,  তাহলে আপনি আমাদের পলিসির সাথে যোগ দিন এবং আমাদের সাথে কাজ করুন । 

     # এটা কোন চাকুরী নয়- সে জন্য আপনাকে কোন বেতন দেয়া হবে না। তবে আপনি একজন উদ্যোক্তা হিসাবে আমাদের ব্যাতিক্রমধর্মী পলিসি অনুযায়ী নিজের এলাকায় থেকে স্বাধীনভাবে নিজের ব্যাবসা নিজে পরিচালনা করুন এবং বেতন নয় লাভর অংশ নিন এবং আস্তে আস্তে স্বাবলম্বি হউন। আপনাদের জন্যই আমরা বিনা পুঁজিতে উদ্যোক্তা তৈরির এই ব্যতিক্রমধর্মী সামাজিক সেবামূলক ব্যবসায়িক পলিসি বা ব্যবসার জন্য একটি আধুনিক প্ল্যাটফর্ম তৈরি করেছি।

    #  সুতরাং  আপনারা যারা মনে করেন- আপনাদের উপরোল্লিখিত গুণাবলী, দক্ষতা-যোগ্যতা,  উচ্চাকাঙ্খা,  সারা দেশব্যাপী Revolution সৃষ্টি করার মত অদম্য আগ্রহ বা ইচ্ছা শক্তি  আছে এবং  আমরা একটি গ্লোবাল পরিবারের সদস্য হিসাবে সম্মিলিতভাবে  সারা দেশব্যাপী সত্যিই Revolution সৃষ্টি  করতে পারব – শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করুন।

    # আমাদের একটি অনুপ্রেরণা মূলক ডায়লগ আছে-তা হল- Discover Your Willforce. বাংলায় এর অর্থ   “ আপনার ইচ্ছাশক্তিকে আবিষ্কার করুন। “ প্রত্যেকটি যুবক-যুবতীর মধ্যে তার ইচ্ছাশক্তি সুপ্ত অবস্থায় থাকে। আমরা তাদের সেই ইচ্ছা শক্তিকে মনের গহীন থেকে টেনে বের করে এনে তাকে একজন ডাইনামিক যুবক-যুবতী হিসাবে প্রতিষ্ঠিত করব।

 ৪ তবে গ্রাম বা মহল্লার সাধারণ যুবক-যুবতীগণ মনে মনে ভাবতে পারেন বিনাপুঁজির কথা বলে পরে টাকা-পয়সা চাইবেন কিনা? হায় হায় কোম্পানি বা চিটিংবাজ কোম্পানির  মত টাকা-পয়সা নিয়ে উধাও হয়ে যাবেন কিনা ?: :

      এক্ষেত্রে সবাই হয়তো একটা বিষয়ে সন্দেহ পোষণ করতে পারেন।  তা হলো বিনা পুঁজির কথা বলে কাজ শুরু করার পর সবাই টাকা চায়। আপনারাও চাইবেন কিনা? তারপর এক সময় হয়তো টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যাবেন কি না? আপনারা হয়তো বিভিন্ন প্রতারক গ্রুপের বা চিটিংবাজ কোন এমএলএম কোম্পানি বা হায় হায় কোম্পানির খপ্পরে পড়ে রাতারাতি বড়লোক হওয়ার প্রলোভনে ভালো চাকুরি কিংবা ডিলারশিপ নেয়া বা ব্যবসার বিভিন্ন প্রলোভনে পড়ে প্রতারিত হয়েছেন বা অনেক টাকা পয়সা নষ্ট করেছেন অথবা অনেককে প্রতারিত হতে দেখেছেন অর্থাৎ চুন খেয়ে মুখ পুড়েছেন বা অনেককে মুখ পুড়তে দেখেছেন। সেই কারণে হয়তো আপনারা আমাদেরকেও সন্দেহ করতে পারেন।

       এক্ষেত্রে আমরা গ্যারান্টি দিয়ে বলছি PARC Bazaar আপনাদের নিকট হতে একটি টাকাও চাইবে না বা নেবেনা । এখানে টাকা-পয়সা নেওয়ার কোন সিস্টেমই নাই । আপনারা যদি আমাদেরকে একটি টাকাও না দেন তাহলে তো আপনাদের টাকা নিয়ে উধাও হওয়ার প্রশ্নই আসে না । আমরা আপনাদেরকে শুধু পলিসি দিব, ব্যবসায়িক প্ল্যাটফর্ম দিব , পণ্য দিব, ব্যবসায়িক বুদ্ধি ও পরামর্শ দিব, সকল প্রকার সাপোর্ট দিব, আপনারা শুধু ধৈর্য সহকারে সময় নিয়ে একটু পরিশ্রম করবেন এবং ধীরে ধীরে ইনকাম করতেই থাকবেন। 

       উল্লেখ্য, যে ইনকাম একবার শুরু হবে- তা আজীবন চলতেই থাকবে। ধরুন ১/২ দিনে বা  ৩/৪ দিনের মধ্যে ৫০০ টাকা করে ইনকাম শুরু হল- এই ইনকাম আজীবন চলতেই থাকবে। দিন যত যাবে সদস্য তত বাড়তেই থাকবে , ইনকামও তত বাড়তেই থাকবে।

        *** বিশেষভাবে উল্লেখ্য যে, আপনাদের মনে হয়ত সন্দেহ থাকতে পারে কাজ করার কথা বলে হঠাৎ করে যদি কোম্পানী বন্ধ করে চলে যায় ?  দেখুন, আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার অনেক আগে থেকেই আমরা প্রায় ১০/১২ লক্ষ টাকা খরচ করে একটি মাল্টিভেন্ডার ওয়েবসাইট: www.parcbazaar.com এবং ৩ লক্ষ্য টাকা খরচ করে একটি Apps: Parc Bazar  এবং একটি ভেরিফাইড ফেসবুক পেজ www.facebook.com/parkbazar.com.bd খুলেছি। নিজের খরচে ঢাকা শহরে একটি মোটামুটি অফিস এবং শোরুম মেইনটেইন করছি । উরন্তু আমরা আপনাদের নিকট থেকে ১টি টাকাও নেই না । যদি আপনাদের নিকট থেকে কোন টাকা-পয়সা না নেই তা হলে কেন আমরা এত টাকা পয়সা খরচ করে  তৈরী করা ওয়েবসাইট,  এ্যাপস, ফেসবুক পেজ, অফিস, শোরুম বন্ধ করে চলে যাব। না তা আমাদের করার কোন প্রয়োজন নেই। আমাদের পরামর্শ-আপনারা শুধু ধৈর্য্য ধরে আমাদের সাথে কাজ করতেই থাকুন। সাফল্য একদিন আসবেই। আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে কাজ করতে পারেন আবার নাও করতে পারেন। সে জন্য আমরা আপনাদেরকে জোর করতে পারব না। আপনারা যদি ফিজিকালী কাজ করেন তা হলে আপনাদেরও লাভ এবং আমাদেরও সামাজিক কাজে আপনারা সহযোগীতা করলেন। আপনারা যদি ফিজিকালী আমাদের সাথে কাজ না করেন তা হলে পূর্বের মত অনলাইনে আমাদের কাজ চলতেই থাকবে।

 ৫  আমরা আপনাকেই খুঁজছি : :

      এবার আসি উপরের বিষয়গুলি পড়ে যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের নিকট যদি মনে হয় এই কোম্পানী কোন চিটিংবাজ কোম্পানী নয়, এই কোম্পানীতে যুক্ত হলে ধীরে ধীরে স্বাবলম্বি হওয়া যাবে–তবেই আপনি আমাদের সাথে যুক্ত হউন- সুতরাং আমরা আপনাকেই খুঁজছি : :

       বর্তমানে চাকুরীর দুর্মূল্যের বাজারে গ্রামের বা শহরের একজন শিক্ষিত বেকার যুবক-যুবতী প্রত্যাশিত চাকুরি না পেয়ে ঘরে বসে শুধু হা-হুতাশ করে থাকেন।  এই সকল উদ্যোমী যুবক-যুবতীগণ সরকারি কিংবা বেসরকারি কোন চাকুরি না পেয়ে অনেক সময় হয়তো মা-বাবার নিকট থেকে তাদের জমানো কিছু টাকা-পয়সা নিয়ে বা জমা জমি কিংবা গরূ-ছাগল বিক্রি করে বা  কোন মূল্যবান জিনিসপত্র বিক্রি করে ছোটখাটো ব্যবসা শুরু করেন।  পুজি কম থাকা বা সঠিক ব্যবসায়িক জ্ঞান না থাকায় সঠিক ব্যবসা শুরু না করা বা ধৈর্য সহকারে ব্যবসা পরিচালনা না করায় তাতে লস হওয়ায় ব্যবসা বন্ধ করে বসে আছেন কিংবা  ধুঁকে ধুঁকে কোন রকমে এখনও ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিন্তু সুযোগ পেলে বা সাপোর্ট পেলে বা সঠিক প্লাটফর্ম পেলে কোন কিছু করার  মত তাদের অদম্য আগ্রহ আছে, আমরা তাদেরকেই খুঁজছি।

         N.B: যে সকল ভাই বোন facebook-এ এই বিজ্ঞাপন দেখবেন বা অন্য কোনভাবে এই বিজ্ঞাপন সম্পর্কে জানবেন তাদের প্রতি অনুরোধ- তাদের হয়ত উদ্যোক্তা হিসাবে কাজ করার প্রয়োজন নেই কিন্তু ঢাকা শহরের বিভিন্ন মহল্লায় বা গলিতে এবং গ্রামে  আপনাদের বেকার আত্মীয় -স্বজন, বন্ধু-বান্ধব বা পরিচিত অনেক যুবক-যুবতী আছেন যারা হয়ত স্বল্প শিক্ষিত বা শুধু নাম স্বাক্ষর করতে পারেন এমন যুবক-যুবতীদের হয়ত সরকারী বা বেসরকারী কোন চাকুরী করার কোন সুযোগ নেই এবং যাদের হয়তো সরকারি বা প্রাইভেট চাকরি করার মতো যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও মামা, খালু, দুলাভাই না থাকায় বর্তমান প্রতিযোগিতামূলক চাকুরীর  বাজারে পরীক্ষা দিতে দিতে বয়স শেষ হয়েছে বা ঘুষের টাকা যোগার করতে না পারায় চাকুরী পাচ্ছে না অথবা সরকারি-বেসরকারী চাকরি পাবার মত যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা না থাকায় কিছুই করতে না পেরে বেকার বসে আছেন কিন্ত  তাদের হয়তো একটি মুদি দোকান আছে বা ছোট খাটো একটি মুদি দোকান দিতে পারবে আর যাদের মুদি দোকান আছে তারাও কোন রকমে হয়ত ঐ মুদি দোকান চালাচ্ছেন , হয়ত তাদের facebook ID নেই অথবা ID থাকলেও তাদের কাছে এই বিজ্ঞাপনটি পৌছে নাই  বা তারা এই বিজ্ঞাপন সম্পর্কে জানেন না , দয়া করে তাদেরকে এই বিজ্ঞাপনটি সম্পর্কে জানানোর জন্য আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করছি। আপনার একটু সহযোগিতায় সেই যুবক হয়ত আমাদের সাথে কাজ করে তার জীবন বাচাতে পারবেন এবং সাবলম্বি হতে পারবেন।

           বি. দ্র: আপনাদেরকে আরো অনুরোধ করব আমাদের সম্পর্কে আরোও বিস্তারিত জানতে Play store হতে আমাদের App: Parc Bazar  download করুন।                                                                                                                                                                                                                                                                             

                                                                  ====== #### ========

আপনি যখন একজন উদ্যোক্তা প্রতিনিধি অর্থাৎ MV হিসাবে নিয়োগপ্রাপ্ত বা নির্বাচিত হবেন তখন MVগণ কিভাবে কাজ করবেন এবং MV, কাস্টমার ও দোকানদারগণ কিভাবে কি কি সুবিধা পাবেন তা সংক্ষেপে আলোচনা করা হল ঃ--

 ১। ভূমিকা ঃ আপনাদের কাজের ধরন ও সুবিধা এবং কাস্টমারগণের সুবিধা সমূহ আলোচনা করার পূর্বে আপনাদের প্রাথমিক কিছু ভাবনা নিয়ে আলোচনা করব। তা হলো-যেহেতু MV হিসাবে যোগদান করতে হলে আমাদের প্রথম শর্ত হল-আপনার অবশ্যই নিজস্ব একটি মুদি দোকান থাকতে হবে , না থাকলেও দ্রুত একটি মুদি দোকান দিতে হবে-এই শর্ত পূরণ হলেই কেবল আপনারা MV হিসাবে যোগদান করবেন।

       N.B: এখানে MV= Mentor of Village. অর্থাৎ গ্রামের লিডার বা গ্রামের একজন প্রতিনিধি।

       আপনারা যখন ফেসবুকে কিংবা কারো মাধ্যমে এই বিজ্ঞাপন সম্পর্কে জানার পর MV হিসাবে যোগ দেয়ার জন্য সিদ্ধান্ত গ্রহন করবেন তখন হয়তো মনে করবেন যে আমার নিজের দোকানের নিজের মালামাল বিক্রি করে আমি কেন PARC Bazaar-এর প্রতিনিধি হিসেবে কাজ করব। তাতে আমার কি লাভ হবে ’ । ধরুন, আপনি আমাদের প্রতিনিধি হিসেবে যোগ দিলেন। যোগ দিতে কি কোম্পানিকে কোন টাকা পয়সা দিতে হয়, যোগ দেয়ার পরে আপনার কি কোন  আর্থিক বা অন্য কোন ক্ষতি হবে বা আপনার দোকানের কি কোন লস হবে, অবশ্যই না।

 ২। আপনি যখন PARC Bazaar-এর প্রতিনিধি হিসাবে যোগ দেবেন : তখন আপনার শিক্ষাগত যোগ্যতা হতে পারে- আপনি শুধু নাম সই করতে পারেন অথবা আপনি 5 পাশ বা BA, MA পাশ অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন ? আমরা আপনাকে আমাদের স্পেশাল ব্যাবসায়িক পলিসি শিখিয়ে দিব, ব্যবসা করার লজিস্টিক সাপোর্ট দিব, ব্যবসায়িক পরামর্শ দিব, একজন কাস্টমার যাতে সারাজীবন নিয়মিত আপনার দোকান থেকে পণ্য ক্রয় করে সে ব্যবস্থা করে দিব, আপনার দীর্ঘমেয়াদি ইনকাম করার ব্যবস্থা অর্থাৎ ইনকাম করার পদ্ধতি শিখিয়ে দেব। ফলে আশেপাশের অন্যান্য দোকানের চেয়ে আপনার দোকানের বিক্রয় বেশি হবে, ইনকামও বেশি হবে । এভাবেই আপনি ধীরে ধীরে স্বাবলম্বী হবেন। সে জন্যই আপনি আমাদের সাথে যোগ দিবেন এবং আমাদের সাথে কাজ করবেন।

  ৩। আমরা আশা করি, ৫/৬ মাসের মধ্যে আপনি প্রতি মাসে কমপক্ষে ২০ থেকে ৫০ হাজার টাকা করে ইনকাম করতে পারবেন, সেই সিুযোগ আমরা তৈরি করে দিবো। আপনারা শুধু ধৈর্য ধরে আমাদের পলিসি অনুযায়ী কাজ করুন।

  ৪। আমাদের সাথে কাজ করুন আর নাই করুন-আপনি তো আপনার নিজস্ব মুদি দোকান আপনার মত করে চালাতেই থাকবেন এবং এতে আপনার যে ইনকাম তা পেতেই থাকবেন। পাশাপাশি আপনি যদি আমাদের সাথে কাজ করেন তা হলে হয়ত আপনার সামান্য একটু পরিশ্রম বেশী হবে। তাতে তো আপনার দোকানের কোন লস বা ক্ষতি হওয়ার কথা না। কারণ যখন আমাদের কোম্পানির সাথে কাজ শুরু করবেন তখন কোম্পানি একটি টাকাও নেবে না অর্থাৎ কোম্পানীকে একটি টাকাও দিতে হবে না, অন্য কোথাও কোন টাকাও খরচ করতে হবে না। আপনি শুধু একটু পরিশ্রম করবেন তাতে আপনাদের লস হওয়ার বা ভয় পাওয়ার কোন কারণ নেই। কারন পরিশ্রম করা ছাড়া কেউ কোন দিন উন্নতি করতে পারে না। 

৫। আমাদের পলিসি অনুযায়ী কোম্পানীর যে ইনকাম হবে, সেই ইনকামের ৮০% অর্থাৎ ১০০ টাকা ইনকাম হলে তার ৮০ টাকাই আপনারা এবং কাস্টমার মিলে ফেরত পাবেন।তাহলে কোম্পানির কি এখানে কোন লাভ আছে।না কোম্পানি শুধু অফিস খরচ, স্টাফ পরিচালনা খরচের জন্য ঐ ১০০ টাকার মধ্যে মাত্র ২০ টাকা রাখবে। কারন, কোম্পানির প্রকৃতপক্ষে ইহা একটি ব্যাতিক্রমধর্মী সামাজিক সেবামূলক কাজ। 

৬। যখন উদ্যোক্তা প্রতিনিধি হিসাবে যোগদেবার সিদ্ধান্ত গ্রহণ করবেন :-

      দেশের প্রতিটি গ্রামে ও শহরের প্রতিটি মহল্লায় আপনারা যখন PARC Bazaar এর উদ্যোক্তা প্রতিনিধি(MV=Mentor of Village) হিসেবে নির্বাচিত হবেন বা যোগ দিবেন তখন আপনারা কিভাবে কাজ শুরু করবেন বা কিভাবে সদস্য তৈরি করবেন এবং কিভাবে লাভবান হবেন অর্থাৎ MV গণ কিভাবে স্বাবলম্বি হবেন এবং দোকান্দার ও কাস্টমারগণ কিভাবে লাভবান হবেন এবং কাস্টমারগণ কি কি সুবিধা পাবেন এবং MV, Dokandar and Customer গণের প্রথম প্রথম অল্প অল্প ইনকাম করতে করতে ও তা বাড়তে বাড়তে এক সময় এই ইনকামের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে।

   # আপনি যখন PARC Bazaar-এর একজন উদ্যোক্তা প্রতিনিধি হিসাবে যোগ দেবেন-- তখন আমরা আপনাকে পলিসি দিব, পরামর্শ দেব, মার্কেটিংয়ে সহযোগীতা করব, অন্যান্য সাপোর্ট দিব, প্রয়োজনে ব্যবসা করার পুজিঁ দিব(তবে ক্যাশ নয় পণ্য দিয়ে), একজন কাস্টমার যাতে সারাজীবন আপনার দোকান থেকে পণ্য ক্রয় করে সে ব্যবস্থা করে দিব, আপনার দীর্ঘমেয়াদি ইনকাম করার ব্যবস্থা অর্থাৎ ইনকাম করার পদ্ধতি শিখিয়ে দেব। ফলে আশেপাশের অন্যান্য দোকানের চেয়ে আপনার বিক্রয় বেশি হবে, ইনকাম বেশি হবে এভাবেই আপনি ধীরে ধীরে স্বাবলম্বি হবেন।সে জন্যই আপনি আমাদের সাথে কাজ করবেন।

    # প্রথমে প্রশ্ন করি, একজন MV হিসাবে নির্বাচিত হওয়ার পর আপনি গ্রামে থেকে, আপনার সাংসারিক অন্যান্য কাজের ফাঁকে কোন ধরনের বিনিয়োগ ছাড়া আমাদের সাথে আমাদের পলিসি অনুযায়ী কাজ করবেন।এখন আপনিই বলুন আপনি আপনার অন্যান্য কাজের ফাঁকে আমাদের সাথে এই সামান্য কাজের জন্য প্রতিমাসে কত টাকা করে ইনকাম করতে চান।বলুন-অনুমান করে বলুন-ধরি, প্রতিমাসে ৫,০০০ টাকা বা ১০,০০০ টাকা ? আপনার সাংসারিক অন্যান্য কাজের ফাঁকে প্রতিমাসে যদি এই ১০,০০০ টাকা করে অতিরিক্ত ইনকাম হয় তবে কেউ কি বলবে আপনার ক্ষতি হচ্ছে, আপনার এই কাজ করার দরকার নেই।আমাদের সাথে কাজ শুরু করলে আপনার লাভ হবে না ক্ষতি হবে-সেটা আপনিই ভেবে দেখুন ? ? ?

      #  তবে আমরা বলব শুধু ১০,০০০ টাকা নয়, তা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে 5/6 মাসের মধ্যে প্রতিমাসে কমপক্ষে ৫০,০০০/৬০,০০০ টাকা করে ইনকাম হবে।সেই ব্যবস্থা আমরা করে দেবো। আপনারা শুধু ধৈর্য ধরে আমাদের পলিসি অনুযায়ী কাজ করুন।

         # MPS ও GL নিয়োগ : প্রতিটি গ্রামে MV নিয়োগের পাশাপাশি ঢাকা শহরের প্রতিটি থানায় বা দেশের প্রতিটি উপজেলায় ১জন করে উদ্যোক্তা এজেন্ট অর্থাৎ বিনা পুঁজিতে PARC Working Partner/Agent (Mentor of PARC Store-MPS) এবং ঐ থানার আওতাধীন প্রতিটি মহল্লায় ১জন করে  এবং ঐ উপজেলার প্রতিটি ইউনিয়নে ১জন করে  উদ্যোক্তা এজেন্ট অর্থাৎ বিনা পুঁজিতে PARC Working Partner/ Agent (Group leader-GL) নিয়োগ দেয়া হবে।

      # প্রথম অবস্থায় হয়ত একটি থানা/উপজেলার প্রত্যেকটি মহল্লা/ইউনিয়নে GL নিয়োগ করা সম্ভব হবে না আবার একটি মহল্লার/ইউনিয়নের প্রত্যেকটি গলি/গ্রামেও MV নিয়োগ দেয়া সম্ভব হবে না । সেই কারনে এই MPS গণ তার যে সকল মহল্লা বা ইউনিয়নে GLনিয়োগ হয় নাই সেই সকল মহল্লা বা ইউনিয়নে GLনিয়োগ করবেণ এবং ঐ GLগণ তাদের যে সকল গলি/গ্রামে MV নিয়োগ হয় নাই সেই গলি বা গ্রামে MV নিয়োগ করবেণ।

      # উল্লেখ্য, যে সকল MPS যতগুলি GL নিয়োগ দিবেন সেই অনুযায়ী তাকে স্পেশাল বোনাস দেয়া হবে। আবার যে সকল GLযতগুলি MV নিয়োগ দিবেন সেই অনুযায়ী তাকেও স্পেশাল বোনাস দেয়া হবে।আবার যে সকল MV তার পাশের গ্রামে যদি MV নিয়োগ দেন সেই অনুযায়ী তাকেও স্পেশাল বোনাস দেয়া হবে।   

৭। PARC Centre স্থাপন করা : : আপনারা যখন আমাদের সাথে যুক্ত হবেন তখন আমাদের পলিসির প্রথম কাজ হল-শহরের প্রতিটি গলিতে এবং দেশের প্রতিটি গ্রামে পর্যায়ক্রমে ১টি  করে PARC Centre স্থাপন করা। যেহেতু গ্রামে বা মহল্লায় আপনার নিজস্ব একটি মুদি দোকান আছে এবং দোকানে মোটামুটি প্রয়োজনীয় সকল ধরনের মুদি পণ্য আছে । আপনার এই দোকানটিই হবে ঐ গ্রাম বা মহল্লার জন্য আমাদের PARC Centre. আমাদের এই PARC Centre-ই হবে সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু অর্থাৎ  সকল কর্মকান্ড পরিচালনার  সেন্টার - PARC Centre । এই সেন্টারকে কেন্দ্র করেই আমাদের ঐ গ্রামের বা মহল্লার প্রতিনিধি গণ PARC Bazaar-এর  সকল কর্মকান্ড পরিচালনা করবেন। আপনারা আগের মতোই  আপনাদের দোকানের মালামাল আপনাদের আশেপাশের লোকজনদের নিকট অর্থাৎ কাস্টমারদের নিকট বিক্রয় করুন - আর আস্তে আস্তে প্রচার  করুন, এই দোকান এখন থেকে PARC Bazaar- নামে একটি  কোম্পানির ব্যাতিক্রমধর্মী  সামাজিক সেবামূলক ব্যবসায়িক সেন্টার। এই সেন্টার হতে এখন থেকে কাস্টমারগণ নিয়মিত বাজার করলে বা পণ্য ক্রয় করলেই  প্রতিমাসে আজীবন ক্যাশব্যাক পাবেন। আপনারা যত টাকার পণ্য ক্রয় করবেন ধাপে ধাপে তত টাকার অর্ধেক টাকা প্রতিমাসে আজীবন ক্যাশব্যাক পেতেই থাকবেন ।

     # বি দ্র: ক্যাশব্যাক পাওয়ার নিয়ম হল- আপনার পরে বা নিচে সারা বাংলাদেশের যে কোন গ্রাম বা গলি হতে যতজন বাজার করবেন বা পণ্য ক্রয় করবেন তাদের প্রত্যেকের বাজারের লাভের একটি করে অংশ L-R সিস্টেমে গ্রুপ ভিত্তিক সুবিধা বা ক্যাশব্যাক আমাদের বিশেষ সফটওয়্যারের Automatic Binary Calculation এর মাধ্যমে আপনি পাবেন।

     উদাহরণ:

              ধরি, আপনি একাই মাসের ১---৩১ তারিখ পর্যন্ত এক মাসে বাজার দামেই মোট বাজার করলেন  ১০,০০০ টাকার । পরের মাসের ৭ তারিখের মধ্যে আপনি ক্যাশব্যাক বা ফেরত পাবেন ৫৪০ টাকা। যা পৃথিবীর কোন দোকানদার আপনাকে দিবে না।

          আমাদের প্রতিনিধিরা ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে বা মহল্লায়  আরো মার্কেটিং করায় ধরি, পরের মাসে আপনার আন্ডারে আরো ২ জন সদস্য যুক্ত হয়ে তারাও এক মাসে ১০,০০০ টাকার করে বাজার করলেন। ঐ ২ জনও পরের মাসের ৭ তারিখের মধ্যে ৫৪০ টাকা করে ক্যাশব্যাক বা ফেরত পাবেন  এবং আপনি পাবেন গত মাসের মত ৫৪০ টাকা এবং এর সাথে আরোও পাবেন ঐ ২জনের লাভের অংশ  একত্রে ৮১*২ = ১৬২ টাকা। পরের মাসের ৭ তারিখের মধ্যে আপনি মোট পাবেন ৫৪০+১৬২= ৭০২ টাকা।

         এভাবে ঐ ২ জনের আন্ডারে যখন আরোও ৪ জন যুক্ত হবে তখন আপনি পাবেন ৯৪৫ টাকা। এভাবে আপনার আন্ডারে যত সদস্য যুক্ত হবে আপনার ইনকাম তত বৃদ্ধি পেতেই থাকবে। এভাবে বৃদ্ধি পেতে পেতে ৫/৬ মাসের মধ্যে আপনি প্রতি মাসের ৭ তারিখের মধ্যে ৫,০০০ টাকা করে ক্যাশব্যাক আজীবন পেতেই থাকবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, এমন ক্যাশব্যাক পৃথিবীর কোন দোকানদার দেয় না ।

  ৮। MV গণ মুদি আইটেম ছাড়াও অন্যান্য হাজারো আইটেম কাস্টমারদের নিকট খুব সহজে বিক্রয় করবেন : :   আপনারা (MV-গণের) আপনাদের মোবাইলে আমাদের App: Parc Bazar Play store হতে download করে  সেই App-এর মাধ্যমে এবং কাস্টমারদের মোবাইলে আমাদের App: Parc Bazar Play store হতে download করে দিয়ে ঐ App-এর মাধ্যমে আপনাদের মুদি আইটেম ছাড়াও অন্যান্য আরোও  হাজার হাজার পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় করুন। এই App এর মধ্যে ঐ হাজার হাজার পণ্যের ছবি, পণ্যের বর্ণনা এবং পণ্যের মূল্য দেয়া আছে।

     # এ ছাড়াও অন্যান্য কিছু কিছু আইটেম সরাসরি দোকানে বা সেন্টারে রেখেও বিক্রি করতে পারেন।

  ৯। দোকানের সামনে একটি সাইনবোর্ড টানান, যাতে এই সাইনবোর্ড দেখে মানুষ বুঝতে পারে ইহা PARC Bazaar এর একটি সেন্টার।  আপনারা (MV)গণ কাস্টমারদের নিকট প্রচার করুন- এই সেন্টার থেকে আপনারা (কাস্টমার)যদি আপনাদের প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় সকল প্রকার গ্রোসারী বা মুদি আইটেমসহ প্রয়োজনীয় অন্যান্য পণ্য ক্রয় করেন তা হলে মাস শেষে আপনারা প্রতিমাসে কমপক্ষে ১০০ টাকা হতে শুরু করে  ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে প্রতিমাসে যত টাকার(ধরি, ৫,০০০-১০,০০০ টাকার) বাজার করবেন তত টাকার বাজার ফ্রি পাবেন বা তত টাকাই ক্যাশব্যাক পাবেন।  যখন যে টাকাই ক্যাশব্যাক পাওয়া শুরু করবেন তা আজীবন পেতেই থাকবেন।  আপনাদের জন্য এটাই এই কোম্পানির ব্যাতিক্রমধর্মী  সামাজিক সেবামূলক লাভজনক উদ্যোগ।

  ১০। আমাদের MVগণের জন্য উল্লেখযোগ্য একটি বিষয় হলো:  আপনি যখন আমাদের প্রতিনিধি হিসাবে যোগদান করবেন তখন আপনি আপনার মুদি দোকান অর্থাৎ PARC Centre-এর মাধ্যমে যে কোন পণ্য অত্যন্ত  কম হোলসেল রেটে দোকানদারদের নিকট বিক্রয় করতে পারবেন এবং একই রেটে খুচরা কাস্টমারের নিকটও বিক্রয় করতে পারবেন। যেমন- মিডিয়াম থ্রিপিস যেটা মার্কেটে ৫০০--৮০০ টাকায় বিক্রি হয় সেটা আপনি আমাদের মাধ্যমে ১৫০--৩৫০ টাকায় এবং মোটামুটি ভালো থ্রিপিস যেটা মার্কেটে ৮০০০--১২০০ টাকায় বিক্রি হয় সেটা আপনি আমাদের মাধ্যমে ৩৫০--৬৫০ টাকায় বিক্রি করতে পারবেন।

     # একইভাবে মহিলাদের আন্ডার গার্মেন্টস যেমন-ব্রা যেটা মার্কেটে ১৫০--৫০০ টাকায় বিক্রি হয় সেটা আপনি আমাদের মাধ্যমে ৫০--২৫০ টাকায় বিক্রি করতে পারবেন।

     # একইভাবে গোল গলা বা হাফ গেঞ্জি কোয়ালিটি অনুযায়ী যেটা মার্কেটে ১৫০--৩০০ টাকায় বিক্রি হয় সেটা আপনি আমাদের মাধ্যমে ৫০--১৫০ টাকায় বিক্রি করতে পারবেন।

    # এবং কলার ওয়ালা হাফ গেঞ্জি কোয়ালিটি অনুযায়ী যেটা মার্কেটে ২৫০--১২০০ টাকায় বিক্রি হয় সেটা আপনি আমাদের মাধ্যমে ৩০০--৭০০ টাকায় বিক্রি করতে পারবেন।

   # একইভাবে অন্যান্য যে কো পণ্য বাজারের চেয়ে প্রায় অর্ধেক দামে বিক্রয় করতে পারবেন।     

   ১১। এ ক্ষেত্রে কাস্টমারগণকে চ্যালেঞ্জ করে বলবেন- আপনারা এই পণ্যগুলির স্যাম্পল বা ছবি তুলে নিয়ে গিয়ে মার্কেটে যাচাই করে দেখুন । যদি মার্কেটের চেয়ে কম দামে পান তবেই আমাদের নিকট থেকে ক্রয় করূন।

      # কাস্টমারদেরকে আরো বলুন-শুধু কম দামে ক্রয় করেই শেষ নয় -ক্রয় করলেই গ্রুপভিত্তিক ক্যাশব্যাক পাবেন। 

     # কারণ, আপনাদেরকে ক্যাশব্যাক দেয়াটাই আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক কাজের অংশ।

 ১২  কাস্টমারগণ PARC Centre- এসে স্বচক্ষে দেখে এবং হাত দিয়ে ধরে পণ্য পছন্দ করে তা ক্রয় করতে পারবেন:

      আমরা প্রতিনিধি নির্বাচন বা নিয়োগের ক্ষেত্রে একটি বিষয় বারবার উল্লেখ করেছি- তা হল আপনার অবশ্যই একটি নিজস্ব মুদি দোকান থাকতে হবে এবং যাদের নিজস্ব মুদি দোকান নেই  কিন্ত কিছুদিনের মধ্যেই একটি মুদি দোকান দিবেন তাকেও আমরা নিয়োগ বা নির্বাচন করব।  নিজস্ব মুদি দোকানের ক্ষেত্রে আমরা এই জন্য বেশী জোর দেই যে, কাস্টমারগণ যখন দেখবেন যে থ্রিপিস,  লেডিস ব্যাগ,  টি-শার্ট ইত্যাদিসহ আরোও অন্যান্য পণ্য এই দোকান বা এই সেন্টার থেকে অর্ডার দিলে টাকা মাইর যাবে না, এ ছাড়াও মার্কেটের তুলনায় দামও কম  তখন আপনার আশেপাশের লোকজন খুব সহজেই ঐ সকল পণ্যের জন্য অর্ডার দিবেন।  আবার  আপনারা যদি ঐ সকল পণ্যের কিছু কিছু পণ্য আপনার দোকানে স্টক করেন তবে কাস্টমারগণ সেই সকল পণ্য  স্বচক্ষে দেখে বা হাত দিয়ে ধরে পছন্দ করে সহজেই কিনতে আগ্রহী হবেন। ফলে কাস্টমারগণ যখন মুদি পণ্য ক্রয় করতে আসবেন তখন আপনার দোকানে ঐ সকল পণ্য  দেখে ঐ সকল পণ্য ক্রয় করতে আগ্রহী হবেন। আবার ঐ সকল পণ্য যখন ক্রয় করতে এসে তারা আপনার দোকান হতে মুদি পণ্যও ক্রয় করবেন। ঐ সকল পণ্য ক্রয়ের সময় কাস্টমারদেরকে বলুন -আপনি আমাদের নিকট হতে যে সকল পণ্য ক্রয় করলেন সে জন্য আপনি প্রতিমাসে আজীবন ক্যাশব্যাক বা ফ্রি পণ্য পেতেই থাকবেন।    

 ১৩  যে সকল পণ্য বিক্রি হবে না তা কোম্পানিকে সাথে সাথে ফেরত দিতে পারবেন : :

      আমাদের PARC Bazaar-এর সকল কর্মকান্ড এই দোকান থেকেই অর্থাৎ এই PARC Centre থেকেই পরিচালিত হবে। মুদি আইটেম ছাড়াও অন্যান্য যে সকল পণ্য এই সেন্টারে রেখে বিক্রয় করা হবে এবং বিক্রির পর যা আর বিক্রি হবে না বা বিক্রি হতে দেরী হবে সেই সকল পণ্য কোম্পানি ফেরত নেবে। কোম্পানী এই জন্য ফেরত নেয় যে, যাতে আমাদের MV গণের কোনভাবে লস না হয়। এটাই আমাদের কোম্পানির আসল সামাজিক সেবামূলক ব্যবসায়িক পলিসি। এই পলিসি অনুযায়ী যে কোন মূল্যে কোম্পানী আমাদের প্রতিনিধিদের লস না করে তাদের লাভের প্রতিই বেশী খেয়াল রাখে।

 ১৪ আপনারা বিনাপুঁজিতে কিভাবে উদ্যোক্তা হবেন বা ব্যবসা পরিচালনা করবেন বা কিভাবে পর্যায়ক্রমে লাভবান হবেন  : :

      আপনারা PARC Bazaar এর একজন প্রতিনিধি হিসাবে যখন নির্বাচিত হবেন তখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে তা হল - বিনাপুঁজিতে কিভাবে উদ্যোক্তা হবেন বা বিনাপুঁজিতে কিভাবে ব্যাবসা করবেন ?

        এর উত্তর খুবই সহজ:---  বিনা পুঁজিতে আমরা ৩টি ধাপে উদ্যোক্তা তৈরি করব বা আপনাদের ব্যবসা পরিচালনা করার ব্যবস্থা করে দিব এবং ইনকাম করার পদ্ধতি শিখিয়ে দিব :--

      ক)  প্রথম ধাপ হল:--Flexiload and data/MB বিক্রি করা: আপনি যে গ্রাম বা মহল্লায় বসবাস করেন ঐ গ্রামের কমবেশি প্রায় সকলেই মোবাইল ব্যবহার করে। তারা কমবেশী সকলেই facebook, whatsapp, imo  ব্যবহার করে। এতে মিনিট ও ডাটা লাগে । তাদের এই মিনিট ও ডাটা তুলতে ঐ গ্রামের কোন দোকানে বা দুরে কোথাও যেতে হয়। এবার আপনি তাদেরকে বলুন আপনাদের ফ্লেক্সিলোড ও ডাটা তোলার জন্য কোথাও যেতে হবে না। আপনারা ঘরেই থাকুন। আপনারা শুধু ফোন বা মেসেস দিবেন আমি আপনাদের এই ফ্লেক্সিলোড ও ডাটা তুলে দিব অথবা আপনারা নিজেরাই আমাদের App: Parctelecom এর সাহায্যে এই ফ্লেক্সিলোড ও  ডাটা তুলতে পারবেন।

        ফ্লেক্সিলোড এবং মিনিট /ডাটা বান্ডেল বিক্রি করার মাধ্যমে সাময়িক কিছু ইনকাম করা বা হাত খরচ চালানো।  পাশাপাশি আপনার আশেপাশের লোকদের সঙ্গে পরিচিত হওয়া বা তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা বা সুসম্পর্ক তৈরি করা ।

    খ) দ্বিতীয় ধাপ হল:-Online-এ বিভিন্ন পণ্য বিক্রি করা:  প্রথম ধাপের ঐ সকল কাস্টমারের সাথে যখন আপনার সুসম্পর্ক তৈরি হবে তখন তাদের নিকট আমাদের ২য় পলিসির অন্যান্য পণ্য যেমন-থ্রিপিস, টি-শার্ট, লেডিস ব্যাগ,  পাঞ্জাবী, শাড়ী, লুঙ্গি, মহিলাদের আন্ডার গার্মেন্টস, সাজগোজের আইটেম,  এন্টিক গহনা বা সিটি গোল্ড বা ইমিটেশন গহনা, মাথার ব্যান্ড, ইন্ডিয়ান কসমেটিক্স, হিজাব, বাল্ব,  সুইচ সকেট, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স আইটেম, মোবাইল, মোবাইল এক্সেসরিজ, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, ওভেন, বিভিন্ন গ্যাজেড সহ অন্যান্য প্রচুর আইটেম (যা আমাদের facebook page, App এবং website-এ দেয়া আছে)Online-এর মাধ্যমে বাজার দামের চেয়ে কম দামে বিক্রি করা। 

      এভাবে উপরের এই দুটি ধাপে কিছু ইনকামও হলো আবার কিছু সদস্যও তৈরি হলো এবং তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হলো অর্থাৎ সুসম্পর্ক তৈরি হলো । যখন ২য় ধাপের কোন পণ্য বিক্রয় করবেন তখন সেই বিক্রির উপর যে লাভ হবে তা থেকে অটোমেটিক বাইনারী ক্যালকুলেশনের মাধ্যমে তাদেরকে গ্রুপভিত্তিক সুবিধা বা ক্যাশব্যাক দিবেন। যখন তারা গ্রুপভিত্তিক সুবিধা বা ক্যাশব্যাক পাবেন তখন তারা বারবার ঐ সকল পণ্য ক্রয় করবেন এবং অন্যের নিকট বিক্রয় করবেন।

  গ )  তৃতীয় ধাপ হল:- সকল প্রকার গ্রোসারী বা মুদি আইটেম নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে বিক্রি করা:  এই তৃতীয় ধাপই হলো আমাদের মেইন বা আসল পলিসি। এই মেইন পলিসির প্রধান পণ্য  হল-সকল প্রকার গ্রোসারী বা মুদি আইটেম।  এই প্রথম ও দ্বিতীয় ধাপের আইটেম সহ সকল পণ্য আমাদের প্রথম ও দ্বিতীয় ধাপের মাধ্যমে সুসম্পর্ক তৈরি করা সদস্যদের নিকট চেইন সিস্টেমে বা  নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে বা  MLM সিস্টেমে ঐ সকল পণ্য বিক্রয় করা।

 ১৫। আমাদের তৃতীয় পলিসি অর্থাৎ ফাইনাল বা মেইন পলিসি কিভাবে বাস্তবায়ন করা হবে তা  সংক্ষেপে আলোচনা করা হল:---

    আমাদের এই ফাইনাল পলিসি বা প্লান দুইটি পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।  যেমন-

    ক ) Plan-A   ) Plan-B

   (এ বিষয়ে  নিয়োগ বিজ্ঞপ্তিতে  বিস্তারিত আলোচনা করা হয়েছে।)

     

 ১৬।  মুদি পণ্য ছাড়াও অন্যান্য পণ্যের স্টোর:  এখানে উল্লেখ্য যে, উপরে বর্ণিত আমাদের ২য় ধাপে উল্লিখিত হাজার হাজার পণ্য সমূহ কারো পক্ষেই গ্রামের/মহল্লার নিজের দোকান বা  স্টোরে রেখে বিক্রি করা সম্ভব নয়। এত সকল পণ্য গ্রামের বা মহল্লার ছোট্ট একটি স্টোরে সংরক্ষণ করতে হলে প্রচুর জায়গা দরকার এবং প্রচুর পরিমাণে টাকাও দরকার, যার ফলে কেউ তার নিজের  স্টোরে এই সকল পণ্য একত্রে সংরক্ষণ করে না । আপনাদের ক্ষেত্রেও তা সম্ভব নয়। কিন্ত আমরা আমাদের হেড অফিসের বিশাল স্টোরে উপরে উল্লিখিত সকল পণ্য সংরক্ষণ করি । আমাদের স্টোরে সংরক্ষিত সকল পণ্যের ছবি,  পণ্যের বর্ণনা এবং পণ্যের মূল্য  আমাদের App এবং website-এ দেয়া আছে ।  আপনারা আপনাদের হাতের মোবাইলে আমাদের এই App: “ Parc Bazar ’’ play Store হতে download করে এই App-এর মাধ্যমে এই সকল পণ্য আপনাদের কাস্টমারদেরকে সরাসরি দেখাতে পারবেন এবং যাদের(কাস্টমারের)এনড্রয়েড মোবাইল ফোন আছে তাদের ফোনে আমাদের এই App:“Parc Bazar’’ download করে দিবেন। তারাও তাদের হাতের মোবাইলের App হতে  পণ্যগুলি নিজেই দেখতে  পারবেন। পণ্য দেখে পছন্দ হলে তারা নিজেরা অর্ডার দিতে পারেন অথবা আপনাদের মাধ্যমেও অর্ডার দিতে পারেন।  কাস্টমার সরাসরি অর্ডার দিলেও সকল হিসাব ঐ সেন্টারের আন্ডারে Automatic Binary Calculation এর মাধ্যমে গ্রুপভিত্তিক করা হবে। এ ছাড়াও আমাদের facebook page: parcbazaar.com.bd তে সব সময় এ্যাড দেয়া থাকবে।সেই এ্যাড কাস্টমারদেরকে সরাসরি দেখিয়েও তাদের নিকট এই সকল পণ্য বিক্রয় করতে পারবেন।        

 ১৭ Online - গ্যারান্টিসহকারে পণ্য বিক্রি করা : :   বর্তমান ব্যস্ততার যুগে এবং গ্রাম বা ছোট ছোট শহরের দোকানে একটি পরিবারের প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় না। তাই ঐ পণ্য ক্রয় করতে হলে অনেক টাকা গাড়ী ভাড়া ব্যয় করে তাকে শহরে যেতে হয়। শহরে গেলেও অনেক সময় ঐ সকল প্রয়োজনীয় ও সৌখিন পণ্য সব সময় পাওয়া যায় না। আবার পাওয়া গেলেও প্রায়ই  তার দাম থাকে  বাজার দামের চেয়ে বেশী। সেই কারনে এখন গ্রামের ঐ সকল কাস্টমার আস্তে আস্তে Oline -এর দিকে ঝুকছে।

        # তবে অভিজ্ঞতা থেকে আমরা লক্ষ্য করেছি যে, বিভিন্ন কারনে website,  App ও Facebook-এ এ্যাড দেখে বা পণ্য দেখে কাস্টমারগণ সহজে পণ্য ক্রয় করতে চায় না। কারন, কোন কাস্টমার যদি Online-এ কোন পণ্য অর্ডার দেয় তখন কোন কোন কোম্পানী প্রায়ই website বা Facebook –এ পণ্য দেখায় একটা আর সাপ্লাই দেয় আর একটা । ফলে পণ্য হাতে পাওয়ার পর কাস্টমারগণ Online এর উপর ভরসা হারিয়ে ফেলেন। আবার কোন কোন কোম্পানি ডেলিভারি চার্জ এ্যাডভাঞ্চ নিয়ে মোবাইল বন্ধ করে দেয়। এসব কারনে কাস্টমার গণ Online -এ পণ্য অর্ডার করতে অনেক চিন্তা ভাবনা করেন। সেই কারনে কাস্টমারগণের সাথে প্রতারনা নয় , তাদেরকে সঠিক পণ্য,  সঠিক মূল্যে প্রদানের মাধ্যমে তাদের হারানো আস্তা ফিরিয়ে আনা।

        # এ ক্ষেত্রে আমাদের সুবিধা হল-আপনারা প্রতিনিধিরা ঐ কাস্টমারদেরকে গ্যারান্টি দিবেন যে-   আমরা website, App ও facebook- এ যে সকল পণ্যের ছবি দিব, কাস্টমারগণ অর্ডার করলে সেই পণ্যই গ্যারান্টিসহকারে সাপ্লাই দিব। এ ক্ষেত্রে আপনারা PARC Bazaar এর একজন দায়িশীল প্রতিনিধি হিসাবে  কাস্টমারদেরকে গ্যারান্টি দেবেন এই বলে যে, ‘‘ আমি Online-এ যে পণ্য দেখাব সেই পণ্যই না পেলে আপনারা আমাকে ধরবেন। কারণ, আমি আপনাদের এলাকারই লোক, আপনাদের এলাকায়ই থাকি। সুতরাং কোম্পানি যদি আপনাকে নকল  বা ২নম্বর পণ্য দিয়ে বা এ্যাডভাঞ্চের টাকা নিয়ে মেরে দেয় সে দায় দায়িত্ব আমি নিব, আপনারা আমাকে ধরবেন।  নিশ্চয় আমি বাড়ী ছেড়ে পালিয়ে যেতে পারব না। আপনারা আমাকে ১০০% বিশ্বাস করতে পারেন। কোম্পানী নকল  বা ২নম্বর পণ্য দিলে আমার কাছ থেকে টাকা ফেরত নিবেন ”। আপনি কাস্টমারগণকে গ্যারান্টি বা নিশ্চয়তা দিবেন তখন  সেই কাস্টমারগণ নিশ্চিন্তে আপনাদের মাধ্যমে Online-এ যে কোন পণ্যের অর্ডার দিবেন। এখানেই  অন্যান্য কোম্পানির সাথে আমাদের কোম্পানি PARC Bazaar এর ব্যতিক্রমধর্মী পলিসি।         

 ১৮  এবার আসি কাস্টমারগণ আমাদের নিকট হতে পণ্য ক্রয় করলে তাদের  কি কি সুবিধা অর্থাৎ কাস্টমারগণ কেন আমাদের নিকট থেকে পণ্য ক্রয় করবেন বা তাদের বাজার ক্রয় করবেন : :

   কাস্টমারগণের সুবিধাসমূহ: : হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে- কাস্টমারগন কেন আমাদের নিকট থেকে নিয়মিত তাদের মাসিক বাজারসহ অন্যান্য পণ্য ক্রয় করবেন? তারা আমাদের নিকট হতে বাজার করলে বা অন্যান্য পণ্য ক্রয় করলে তাদের কি লাভ হবে ? তারা তো গ্রাম/মহল্লার যে কোন দোকান থেকে পণ্য ক্রয় করতে পারেন।

  ক) এর উত্তর খুবই সহজ :--

     একজন কাস্টমার যদি আমাদের নিকট হতে  প্রতি মাসে ১---৩১ তারিখের মধ্যে ধাপে ধাপে প্রতিমাসে গড়ে ১০০০ টাকা হতে ১০ হাজার টাকার করে বাজার(৫ এর ক-নং এ উল্লেখিত পণ্য সমূহ) ক্রয় করেন, তবে তিনি মাস শেষে ৫০০ ---১০,০০০ টাকা করে প্রতিমাসে আজীবন ক্যাশব্যাক পেতেই থাকবেন । কোন কাস্টমার যখন এই ১০ হাজার টাকা করে ক্যাশব্যাক পাবেন তখন তিনি অবশ্যই প্রতি মাসে আমাদের নিকট হতে বাজার করতেই থাকবেন। তিনি আর অন্য কোথাও যাবেন না ।

       N.B: প্রথম অবস্থায় হয়ত কোন কাস্টমারই এক সাথে ১০ হাজার টাকার করে বাজার ক্রয় করবেন না। প্রথম মাসে হয়তো ৫০০ কিংবা ১,০০০ কিংবা ২/৩ হাজার টাকার বাজার করবেন। উনি যে টাকারই বাজার করুন না কেন সেই বাজারের হিসাব অনুযায়ী অটোমেটিক বাইনারি ক্যালকুলেশনের মাধ্যমে ওনার গ্রুপভিত্তিক  সুবিধা কিংবা লাভের অংশ ক্যাশব্যাক পাবেন।  এভাবে আমরা কাস্টমারদের যখন বিশ্বাস অর্জন করব তখন কাস্টমারগণ এভাবে বাজার করতে করতে এক সময় তাদের বাজার যখন ১০ হাজার টাকায় গিয়ে পৌছবে তখন তারা প্রতিমাসে আজীবন এই ১০,০০০ টাকা করেই গ্রুপভিত্তিক  ক্যাশব্যাক পেতেই থাকবেন।

   খ) এই ক্যাশব্যাক ছাড়াও :--- প্রত্যেক কাস্টমারকে এবং তার পরিবারের সকল সদস্যকে প্রথম অবস্থায় ভিডিও কলের মাধ্যমে 4/5 জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা একদম ফ্রি চিকিৎসা প্রদান করা হবে। পরবর্তীতে আমাদের নিজস্ব হাসপাতাল/ক্লিনিকে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট হতে ফ্রি চিকিৎসা নিতে পারবেন। বর্তমান সময়ের কসাই মার্কা ডাক্তার ও হাসপাতালের যুগে আমাদের ডাক্তার ও নার্সদের ব্যবহার এমন হবে যেন তাদের ব্যবহারে রোগীদের রোগ অর্ধেক ভালো হয়ে যায় --এমন ডাক্তার ও নার্স নিয়োগ দেয়া হবে।

    গ) ইন্সুরেন্স পলিসি খুলে দেয়া : : প্রত্যেক কাস্টমারকে ১০ লক্ষ টাকার করে ইন্সুরেন্স পলিসি খুলে দিয়ে তা কোম্পানিই চালাবে।

   ঘ) কাস্টমারগণের সন্তানদের জন্য উন্নতমানের শিক্ষার ব্যাবস্থা করা : : দেশের প্রতিটি জেলায় একটি করে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং ঢাকা শহরে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় , সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে । যেখানে বিদেশের মতো মানসম্মত শিক্ষা প্রদান করা হবে । এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ হবেন উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত এবং তাদের বেতন হবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ । আমরা গ্যারান্টি দিচ্ছি এখানে শিক্ষার নামে কোন ব্যবসা করা হবে না । এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কাস্টমারের সন্তানগণ সামান্য সার্ভিস চার্জ প্রদানের মাধ্যমে উন্নত মানের শিক্ষা গ্রহণ করতে পারবেন ।

   ঙ) ছাড়াও কাস্টমারগণের দেশ-বিদেশ ভ্রমণসহ সময় সময় বিভিন্ন গিফট প্রদান করা হবে

     একজন কাস্টমার ও তার পরিবার সমূহ পর্যায়ক্রমে উপরোল্লিখিত সুবিধা সমূহ পাওয়া শুরু করলে তারা কি আমাদের নিকট হতে পণ্য ক্রয় করবেন না। আমরা আশা করি ,অবশ্যই করবেন । তারাই আমাদের হয়ে তাদের সুবিধার জন্য বা তাদের স্বার্থের জন্য তাদের পাশের ফ্লাটের বা পাশের বাড়ির লোকদেরকে বা বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের নিকট আমাদের হয়ে তারাই প্রচার-প্রচারণা চালাবেন

 ১৯।প্রমোশনাল ক্যাম্পেইনের আয়োজন: : আমাদের প্রতিটি সেন্টারে মাঝে মাঝে প্রমোশনাল ক্যাম্পেইনের আয়োজন করা হবে। ঐ  ক্যাম্পেইনে ঐ উপজেলার MPS , GL ও সকল MV গণ উপস্থিত থেকে কাস্টমারগণকে আমাদের পলিসি সম্পর্কে বিস্তারিত বুঝাবেন।

 ২০। সেমিনার এর আয়োজন: : এ ছাড়াও কোন গ্রাম বা মহল্লায় যখন ১০০/১৫০ সদস্য তৈরী হবে তখন ঐ গ্রামের বা মহল্লার স্কুলে বা কমিউনিটি সেন্টারে ঐ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমাদের সদস্যসহ অন্যান্যদের নিয়ে সেমিনার করা হবে। এখানে সব সময় ভাল খাওয়া-দাওয়ার আয়োজন করা হবে। সেমিনারে আমাদের যে সকল সদস্য আছে তাদের মধ্যে প্রতিযোগিতামূলক পুরষ্কার প্রদান করা সহ আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য প্রচার করা হবে।

 ২১। আমাদের MV গণ দোকানদারদের লাভের হিসাব: :   সাধারণত: পণ্য বিক্রির উপরে ১২% হতে ২৫% পর্যন্ত অর্থাৎ গড়ে ধরি, ১৫% লাভ হয়।  যেহেতু মুদি বা গ্রোসারী দোকান আপনার নিজস্ব এবং মালামালও আপনার নিজের,  সেহেতু আমাদের Plan-B  অনুযায়ী আপনি লাভের ১৫% এর মধ্য হতে কোম্পানিকে দেবেন মাত্র ৬% অর্থাৎ শতকরা ৬ টাকা দিবেন  এবং দোকানদারের লাভ থাকে আরো ৯% অর্থাৎ শতকরা ৯ টাকা।

 ২২। এখন প্রশ্ন উঠতে পারে বা দোকানদারগণ বলতে পারেন- আপনি আপনার নিজস্ব দোকানের নিজের মালামাল নিজে বিক্রি করে কোম্পানিকে কেন শতকরা ৬ টাকা করে দেবেন। হ্যাঁ আপনি শতকরা ৬ টাকা করে কোম্পানিকে এই জন্য দিবেন যে, আপনার গ্রামে আপনি যখন PARC Bazaar এর প্রতিনিধি হিসাবে কাজ করা শুরু করবেন তখন ঐ উপজেলার অন্যান্য গ্রামে, ইউনিয়নে ও উপজেলা সদরে আরো প্রতিনিধি নিয়োগ করা হবে। আপনিসহ ঐ উপজেলার সকল গ্রাম, ইউনিয়ন ও উপজেলার প্রতিনিধিগণ মিলে পর্যায়ক্রমে প্রতিটি গ্রামে মার্কেটিং করা হবে।এভাবে মার্কেটিং করতে করতে এক সময় ঐ গ্রামের অধিকাংশ লোক PARC Bazaar এর সদস্য হয়ে যাবে। এভাবে মার্কেটিংয়ের ফলে এক সময় ঐ গ্রামের প্রায় সকলেই Parc Bazaar-এর সদস্য হয়ে যাবে।তখন গ্রামের অন্যান্য ছোট ছোট মুদি দোকানগুলি বন্ধ হয়ে যাবে।এভাবে যদি ঐ গ্রামের সকল কাস্টমার আপনার দোকান হতে তাদের সকল বাজার ক্রয় করেন তখন আপনার কি পরিমান বিক্রি হবে এবং কি পরিমান লাভ হবে, একবার হিসাব করুন। ধরি, ঐ গ্রামে ৪০০পরিবারের প্রত্যেকে প্রতিমাসে গড়ে ৫,০০০ টাকার করে বাজার করেন। তখন আপনার লাভের একটি হিসাব = ৫,০০০*৯%=৪৫০*৪০০=১,৮০,০০০ টাকা। এ ছাড়াও কোম্পানীর নিকট হতে আপনার কমিশন বা লাভ হবে আরো প্রায় ৯০,০০০ টাকা। মোট লাভ ১,৮০,০০০+৯০,০০০=২,৭০,০০০ টাকা। এখন আপনি যদি ৬% করে কোস্পানীকে দিতে না চান তবে কোন সমস্যা নেই। কারন, যখন লাভের হিসাব বুঝবে তখন ঐ গ্রামের যে কোন দোকান্দার রাজি হলে আপনার দোকান একসময় বন্ধ হয়ে যেতে পারে।এবার আপনিই ভেবে দেখুন ৬% দিবেন কিনা?

 ২৩। আমাদের সাথে যুক্ত হওয়ার পর আপনার দোকানে কেন অন্য সময়ের চেয়ে বেশী বিক্রি হবে বা স্বাভাবিক লাভের চেয়ে বেশী লাভ হবে একটু হিসাব করে দেখি: : ধরি, আপনার গ্রামে ৫/৬ টি দোকান আছে। ঐ গ্রামে ধরি, ৩৫০/৪০০ টি পরিবার আছে। তারা গ্রামের ঐ ৫/৬ টি দোকান থেকে তাদের বাজার করে থাকেন। ধরি, উপরের হিসাব অনুযায়ী আপনার দোকান থেকে প্রায় ৬৫/৭০জন কাস্টমার বাজার করে। ধরি, প্রত্যেক কাস্টমার আপনার দোকান থেকে প্রতিমাসে গড়ে ১,০০০ টাকার করে বাজার করে। যদি গড়ে ১৫% করে লাভ হয় তা হলে আপনার লাভ হয় ১০০০*১৫%=১৫০*৭০= ১০,৫০০ টাকা।

        #  তবে যেহেতু আপনার দোকানে পুঁজি স্বল্পতা বা বিভিন্ন কারনে সব সময় সব ধরনের মালামাল রাখা সম্ভব হয় না এবং দামও বাজার দামের চেয়ে বেশী থাকে, সেহেতু প্রত্যেক কাস্টমার হয়ত প্রতিমাসে ১,০০০ টাকার করে বাজার নাও করতে পারেন। সুতরাং লাভের পরিমানও কম হতে পারে। তবে আপনি অবশ্যই জানেন বর্তমানে আপনার দোকানে প্রতিমাসে গড়ে কত টাকার করে পণ্য বিক্রয় হয় এবং লাভের পরিমান কত?   বাকিটা আপনি নিজেই হিসাব করুন।

      # তবে আমাদের গবেষণা মতে গ্রাম/মহল্লার একটি মুদি দোকানে প্রতিমাসে গড়ে ৫০০০/১০০০০ টাকা করে লাভ হতে পারে।

      #  সেক্ষেত্রে আমরা আপনার দোকানে আস্তে আস্তে প্রায় সব ধরনের পণ্য সরবরাহ করব এবং সেই সকল পণ্যের মূল্য অবশই বাজার দামের চেয়ে কম হবে এবং পাশাপশি কাস্টমার যত টাকার বাজার করবেন  গ্রুপভিত্তিক হিসাবের মাধ্যমে তত টাকাই ক্যাশব্যাক পাবেন এবং এই সুবিধাগুলির কথা উল্লেখ করে আপনি এবং আমাদের অন্যান্য প্রতিনিধি মিলে সম্মিলিতভাবে যখন মার্কেটিং করা হবে তখন কাস্টমারগণ আপনার দোকান থেকে নিয়মিত মালামাল ক্রয় করা শুরু করবেন। তখন অটোমেটিক আপনার দোকানের বিক্রয় বৃদ্ধি পাবে। যখন কোন কাস্টমার তাদের প্রয়োজনীয় সকল পণ্য আপনার দোকান থেকে ক্রয় করা শুরু করবেন তখন তাদের বাজারের পরিমান প্রতিমাসে বাড়তে বাড়তে গড়ে ১০,০০০ টাকা করে হবে।

      # আপনি গ্রামের একজন প্রতিনিধি হিসেবে আপনার ওই গ্রামের দোকানে সকল ধরনের পণ্য যেমন মাছ-মাংস, শাক-সবজি, ঔষধ ফলমূল, চাল ডাল তেল লবণ মরিচ হলুদ সহ সকল ধরনের মূদি আইটেম গ্রামের ছোট্ট একটি দোকানে রাখা সম্ভব নয়।সেক্ষেত্রে আপনার নিকটবর্তী বাজারের যেসব বড় মুদি দোকান, শাক-সবজির দোকান, ফলমুলের দোকান, ওষুধের দোকান আছে সেগুলোর সাথে আমাদের মার্কেটিং টিম এবং আপনি মিলে একটি চুক্তি করতে হবে। ঐ সকল দোকানদারদের সাথে চুক্তি করার সময় তাদের সুবিধাসমূহ ব্যাখ্যা করে বুঝায়ে দিতে হবে।

      # এখন আমরা যদি আপনার দোকানের মালামাল আমাদের মার্কেটিং করা কাস্টমারের নিকট বিক্রয় না করি তা হলে আপনার বিক্রয় বৃদ্ধি পাবে না।  তা ছাড়া আপনি কাস্টমারদেরকে আমাদের পলিসির মত সুবিধাও দিতে পারবেন না।  আপনি নিজে এবং আমরা মিলে মার্কেটিংয়ের মাধ্যমে আপনার দোকানের মালামাল বিক্রি করলেই আমাদেরকে মাত্র ৬% দেয়ার পর আপনার লাভ থাকে আরো ৯% অর্থাৎ প্রতি কাস্টমারের নিকট হতে আপনি পাবেন গড়ে ১০,০০০*৯%= ৯০০ টাকা করে। এখন আমাদের যদি ৪০০ সদস্য বা কাস্টমার হয় তখন প্রতিমাসে আপনার লাভ হয় ৯০০*৪০০= ৩,৬০,০০০ টাকা। ধরি, কমপক্ষে এর অর্ধেক লাভ হল,  ৩,৬০,০০০/২=১,৮০,০০০ টাকা লাভ হয়।

        আপনি আমাদের মাধ্যমে আপনার পন্য বিক্রি করায় আপনার এই লাভ হল। আমাদের মাধ্যমে আমাদের কাস্টমারের নিকট পণ্য বিক্রি না করলে আপনার কোন লাভ হত না। কথায় আছে না - পাগলেও তার লাভ বোঝে। আপনি তো আর পাগল নন।

       #  আপনি নিজেই হিসাব করে দেখুন বর্তমানে প্রতি মাসে আপনি কত টাকা করে লাভ করেন।  এবার আপনিই ভেবে দেখুন   আমাদের সাথে কাজ করলে আপনার লাভ না ক্ষতি।             

  ২৪।  কথায় আছে না-পাগলও তার লাভ বোঝে :         
          এখন আমরা যদি কোন দোকানের মালামাল আমাদের মার্কেটিং করা নিজস্ব কাস্টমারের নিকট বিক্রি না করি তা হলে ঐ দোকানদারের অতিরিক্ত  কোন লাভ হবে না। ঐ দোকানদার এবং আমরা সকল প্রতিনিধি মিলে সম্মিলিতভাবে মার্কেটিংয়ের মাধ্যমে তার দোকানের মালামাল বিক্রি করলেই আমাদেরকে ৬% দেয়ার পর তার থাকে ৯% অর্থাৎ প্রতিকাস্টমারের নিকট হতে তিনি পাবেন গড়ে ৯০০ টাকা করে। এখন আমাদের যদি ২০০ সদস্য বা কাস্টমার হয় তখন প্রতিমাসে তার লাভ হয় ৯০০*২০০= ১৮০,০০০ টাকা। তিনি আমাদের পলিসি অনুযায়ী তার পন্য বিক্রি করায় তার এই লাভ হল। আমাদের মাধ্যমে আমাদের কাস্টমারের নিকট পণ্য বিক্রি না করলে তার কোন লাভ হত না। কথায় আছে না - পাগলেও তার লাভ বোঝে। দোকানদারগণও নিশ্চয়ই বুঝবে।  কোন দোকানদার যদি না বুঝতে চায় তাকে বলুন -ভাই আপনি যদি রাজি না হন তবে আপনার এলাকায় আরও দোকান আছে। তারা কেউ  না কেউ অবশ্যই রাজি হবে। তখন আমরা তার সাথে কাজ করব। তার কিছু কাস্টমার এবং আমাদের তৈরিকৃত কাস্টমার মিলে অনেক কাস্টমার হবে। ঐ দোকানদার এবং কাস্টমার গণ যখন সুবিধা পাওয়া শুরু করবেন তখন ঐ গ্রামের অন্যান্য কাস্টমারগণও এই দোকান থেকে বাজার করা শুরু করবেন । তখন আপনার কাস্টমার অটোমেটিক কমে যাবে। আপনার বেচা-বিক্রিও কমে যাবে। এক সময় আপনার দোকানও বন্ধ হয়ে যাবে। এখন আপনিই ভেবে দেখুন আমাদের সাথে কাজ করলে আপনার লাভ হবে না লস হবে।  

  ২৫।  এর পরও কোন কোন দোকানদার যদি  বুঝতে না চায় তাকে বলুন -ভাই আপনি যদি PARC Bazaar এর সাথে কাজ করতে রাজি না হন তবে আপনার এলাকায় আরও দোকান আছে। তারা কেউ  না কেউ অবশ্যই রাজি হবে। তখন আমরা তার সাথেই কাজ করব। তার কিছু কাস্টমার এবং আমাদের তৈরিকৃত কাস্টমার মিলে অনেক কাস্টমার হবে। ঐ দোকানদার এবং কাস্টমার গণ যখন সুবিধা পাওয়া শুরু করবেন তখন ঐ গ্রামের অন্যান্য কাস্টমারগণও এই দোকান থেকে বাজার করা শুরু করবেন । তখন গ্রামের বা মহল্লার অন্য দোকানদারদের  কাস্টমার অটোমেটিক কমে যাবে। তাদের বেচা-বিক্রিও কমে যাবে। এক সময় তাদের দোকানও বন্ধ হয়ে যাবে। এখন আপনিই ভেবে দেখুন আমাদের সাথে কাজ করলে আপনার লাভ হবে না লস হবে।

  ২৬।  আপনি একজন PARC Bazaar এর প্রতিনিধি হিসাবে উপরে উল্লিখিত সুবিধা ছাড়াও আপনি পাবেন:

   (১) আপনি ৬ মাস পর একটি পালসার মোটর সাইকেল,

   (২) ১বৎসর পর ২০ লক্ষ টাকার ইন্সুরেন্স পলিসি খুলে দিয়ে তা কোম্পানীই চালাবে,

    ৩) ৫ বছর পর শহরে নিজের ফ্ল্যাটের জন্য একটি জায়গা,

    ৪) ১৫ বছর পর একটি ফ্ল্যাটের মালিক হওয়া,

   ৫) ২০ বছর পর ৫০ হাজার টাকা করে প্রতি মাসে আজীবন পেনশন পাবেন।

   ৬) এ ছাড়াও ৬ মাস পর হতে আপনার পরিবারের সকল সদস্য এবং আপনাদের কাস্টমারের পরিবারের সকল সদস্যগণ আমাদের হাসপাতাল/ ক্লিনিক হতে উন্নত মানের ১০০% সঠিক চিকিৎসা একদম ফ্রি পাবেন।

২৭।  অপরদিকে  যে সকল গ্রামে কারও যদি  নিজস্ব কোন মুদী দোকান  না থাকে সে ক্ষেত্রে আপনি গ্রামের আপনার কোন পরিচিত মুদী দোকানদার যে আপনার কথায় আমাদের পলিসি অনুযায়ী  আমাদের সাথে কাজ করবেন সেই দোকানের সাথে চুক্তি করতে হবে। তবে ঐ সকল দোকানদার প্রশ্ন করতে পারেন - তার নিজের দোকানের মালামাল বিক্রি করে কেন কোম্পানিকে ৬% দিবে,  তাতে তার কি লাভ ?

            এর উত্তর খুবই সহজ  :  উপরের  ৫নং এর চ, ছ ও জ এর ব্যাখ্যা দেখুন :

  ২৮। এ ছাড়াও সারা বাংলাদেশে আমাদের যখন ১,০০,০০০ জন সদস্য হবে তখন আমাদের উৎপাদনমুখী ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে আপনি যে কোন একটি প্রতিষ্ঠানের মালিক হবেন। সেই প্রতিষ্ঠান আপনার নেতৃত্বে ঐ এলাকার ৫-১০ জন যুবককে নিয়ে আপনি নিজে পরিচালনা করবেন।  

   ২৯।  আমরা জানি, 2011 সালের আদমশুমারি অনুযায়ী সারা বাংলাদেশে গ্রাম আছে প্রায় ৮৭,০০০ টি। একটি গ্রামে সাধারণত: ৩০০/৪০০ টি পরিবার বসবাস করে।  ঢাকা শহরের লোকসংখ্যা প্রায় ২,০০,০০,০০০। ৫ জনে ১টি পরিবার হলে ২,০০,০০,০০০/৫=৪০,০০,০০০টি পরিবার। একটি গ্রামে যদি ৪০০ পরিবার বসবাস করে ঢাকা শহরে গ্রাম বা গলি হয় ৪০,০০,০০০/৪০০= ১০,০০০ টি। এভাবে ৭টি বিভাগীয় শহর ও ৬৪টি জেলা শহরে মোট আরোও ১০,০০০টি গ্রাম বা গলি আছে । সুতরাং সারা বাংলাদেশে মোট গ্রাম আছে ৮৭,০০০+১০,০০০+১০০০০= ১,০৭,০০০ টি। এই ১,০৭,০০০ টি গ্রাম হতে যদি শুধুমাত্র ১জন করে প্রতিনিধি বাজার করে তাহলে মোট সদস্য হয় ১০৭,০০০ টি। ২৫৫ জনে ১টি সাইকেল বা গ্রুপ হলে মোট গ্রুপ হয় 107000/255= ৪১৯.৬০=420 টি। আমাদের হিসাব অনুযায়ী এই ৪২০ জন প্রতিমাসে ৫০০০ টাকা করে পাবেন এবং 42*2=840 জন ঐ মাসে ৪,০০০ টাকা করে, 840*2=1680 জন ৩,০০০ টাকা করে 1680*2=3360 জন ২০০০ টাকা করে প্রতিমাসে পাবেন। এভাবে ধাপে ১,০৭,০০০ জন প্রতিনিধিই সুবিধা পাবেন।

         এখন যদি ঐ ১,০৭,০০০ জন প্রতিনিধি শুধুমাত্র ১জন করে সদস্য তৈরি করে তবে উপরের নিয়ম অনুযায়ী ডাবল জন করে সুবিধা পাবেন।

            #  যদি আপনি Central  Group (সারা বাংলাদেশে একটিই Central Group থাকবে) এর প্রথম সদস্য হন তবে আপনি পরের মাস হতে প্রতিমাসে আজীবন পাবেন ৫,০০০ টাকা করে।

হিসাব: যদি এই সেন্ট্রাল গ্রুপের প্রত্যেকে গড়ে ৫,০০০ টাকার করে বাজার করেন তবে, Plan-B অনুযায়ী   5000*6%=300*510= 153,000 টাকা লাভ হবে। এই টাকা কাস্টমারের 45% = 153,000*45%= 58,800 টাকা বাদ দিয়ে বাকি 153,000--58,800=94,200 টাকা যতজন প্রতিনিধি(MV)  থাকবে ততজন প্রতিনিধিকে  তাদের লেভেল এবং তাদের দ্বারা সংগৃহীত সদস্য  অনুযায়ী রেশিও অনুপাতে ভাগ করে দেয়া হবে।

           উল্লেখ্য,  এই 94,200 টাকা হতে আপনি প্রথম প্রতিনিধি হিসাবে পাবেন কম-বেশী ১২,০০০ টাকা। অন্য প্রতিনিধিগণও এই ৯৬,৮০০ টাকা হতে রেশিও অনুপাতে তাদের লভ্যাংশ পাবেন                                                                                                                                                                                                          

৩০।  এ ছাড়াও আপনি নিজে একজন প্রথম কাস্টমার হিসেবে রেশিও অনুপাতে ক্যাশব্যাক পাবেন আরো  ৫,০০০ টাকা এবং আপনি যে আরও একজন সদস্য তৈরি করেছেন তিনিও তার লেভেল অনুযায়ী ক্যাশব্যাক পাবেন। এছাড়াও আপনার এবং ওই কাস্টমারের পরিবারের সকল সদস্য প্রথম অবস্থায় ভিডিও কলের মাধ্যমে আমাদের ৪/৫ জন বিশেষজ্ঞ ডাক্তারের নিকট হতে ১০০% সঠিক এবং একদম ফ্রি চিকিৎসা পাবেন। পরবর্তীতে আমরা যখন হাসপাতাল দেবো তখন ওই হাসপাতালে ১০০% সঠিক এবং ফ্রি চিকিৎসা প্রদান করা হবে ।

৩১। এছাড়াও আপনার নামে ৫০ লক্ষ টাকার ইন্সুরেন্স পলিসি এবং ঐ কাস্টমারের নামে ১০ লক্ষ টাকার ইন্সুরেন্স পলিসি খুলে দিয়ে তা কোম্পানিই চালাবে। কোন কাস্টমার শুধু তার দৈনন্দিন বাজার সাশ্রয়ী মূল্যে বাজারও করলেন আবার ১০ লক্ষ্য টাকার ইন্সুরেন্সও পেলেন , একজন কাস্টমারের জন্য কি এটা একটা বিশাল পাওনা নয় ?

 ৩২।  আপনি যখন সেন্ট্রাল গ্রুপের প্রথম সদস্য হবেন এবং শুধুমাত্র ১জন সদস্য সংগ্রহ করায় আপনি প্রথম প্রতিনিধি হিসাবে ১২,০০০ টাকা এবং  গ্রুপ লিডার হিসাবে ৫,০০০ টাকা  =১২,০০০ + ৫,০০০= ১৭,০০০ টাকা করে প্রতি মাসে পাওয়া শুরু করলেন এবং তা আজীবন পেতেই থাকবেন এবং আপনার তৈরি করা সদস্য বা ভোক্তা বা কাস্টমারগণও প্রতি মাসে এই ৫,০০০ টাকা করে আজীবন ক্যাশব্যাক পেতেই থাকবেন। শুধুমাত্র ১জন সদস্য তৈরি করেই আপনি প্রতিমাসে ১৭,০০০ টাকা করে পাওয়া শুরু করলেন। যদি সদস্য সংখ্যা এবং বাজারের পরিমাণ বৃদ্ধি পায় তা হলে আপনার লাভের পরিমান আপনিই হিসাব করুন।

৩৩।  এছাড়াও আপনি যখন আপনার কাস্টমারকে এই ধরনের সুবিধা প্রদান শুরু করবেন তখন আপনার গ্রামের অন্যান্য কাস্টমারগণও আপনার দোকান হতে পণ্য ক্রয় করা শুরু করবে ।  তখন আপনার লাভের পরিমাণ ৩/৪ গুন বেশী হবে।

৩৪।  উল্লেখ্য, সদস্য যত বাড়বে এবং তাদের বাজারের টাকার পরিমান যত বাড়বে ইনকামও তত বাড়তেই থাকবে । পরবর্তীতে যখন সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে তখন আমরা আপনার মুদি দোকানে প্রায় সকল ধরনের মালামাল সরবরাহ করব এবং তখন আমাদের পলিসি অনুযায়ী Plan-A চালু করা হবে।  ফলে আপনাদের ইনকামের পরিমাণও বৃদ্ধি পাবে।

৩৫।  উপরোল্লিখিত এই সকল সুবিধার কারণেই কাস্টমারগন আপনার নিকট হতে নিয়মিত বাজার করবেন এবং আপনিও শতকরা ৬ টাকা করে কোম্পানিকে দেবেন।

৩৬। উল্লেখ্য, আমরা প্রথম প্রথম  আপনাদেরকে অনুরোধ করছি কিন্তু যখন আমাদের কিছু সদস্য তৈরি হবে তার পর এভাবে আর অনুরোধ করার প্রয়োজন হবে না। কারন প্রতিটি গ্রামে শুধুমাত্র ১জন করে প্রতিনিধিই থাকবে। তখন হয়তো আপনার অনেক যোগ্যতা থাকলেও আপনি আর সুযোগ নাও পেতে পারেন।

       তাই আপনাদেরকে অনুরোধ করব - প্রথম সুযোগটাই গ্রহন করুন।

  ৩৭এখানে আমরা ২/দিনে ধনি বা বড়লোক বানিয়ে দিবার প্রলোভন দেখাই না আমরা দীর্ঘ সময় ব্যাবসা করার একটি পলিসি বা পরিকল্পনা বা প্লাটফর্ম তৈরী করে দিব। সেই প্লাটফর্মের মাধ্যমে পলিসি বা পরিকল্পনা বাস্তবায়নে আমরা সকল প্রকার সহযোগিতা ও সাপোর্ট দিব। এতে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে। হয়ত ৩/৪ মাস বা ৫/৬ মাস আপনার তেমন কোন ইনকাম আসবে না। এই ৫/৬ মাসের মধ্যে ধরি, আপনার প্রতিমাসে কমপক্ষে ৫,০০০ টাকা করে ইনকাম আসা শুরু হল-যা আজীবন চলতেই থাকবে। দিন যত যাবে ইনকাম তত বাড়তেই থাকবে । একবার যা ইনকাম শুরু হবে তা আজীবন চলতেই থাকবে। আপনি ঘরে বসে পরিবারের সাথে থেকে তাদেরকে সময় দিয়ে সাংসারিক অন্যান্য কাজের ফাঁকে যদি এইভাবে ৫০০০/১০,০০০ টাকা করে ইনকাম শুরু হয় এবং তা প্রতিমাসে বাড়তে বাড়তে একসময় কমপক্ষে ৫০,০০০ টাকা করে হয় এবং তা যদি আপনি আজীবন পেতেই থাকেন তবে কি আপনি আমাদের পলিসির সাথে যুক্ত হবেন? যদি যুক্ত হন তার পরের হিসাব পরে করা হবে।

            এছাড়াও আমাদের পলিসি যখন মোটামুটি চালু হবে তখন আমাদের MV ও GL এর নেতৃত্বে এলাকার আগ্রহী ৫--১০ জন যুবককে নিয়ে একটি করে উদ্যোক্তা টিম গঠন করা হবে। আমাদের প্রতিনিধি এবং কোম্পানি মিলে যৌথভাবে যে কোন একটি উৎপাদনমূখি প্রতিষ্ঠান  বা ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এই প্রতিষ্ঠান পরিচালনার নেতৃত্বে থাকবেন ঐ টিমের আমাদের প্রতিনিধিগণ (MV, GL ও MPS) । 

৩৮। আপনাদের সুবিধা এখানেই সীমাবদ্ধ নয় ঃ--

 ক) ৬মাপস পর আপনি ১টি Pulsar Motor Cycle পাবেন,

 খ) ১ বৎসর পর MV গণের নামে ২০ লক্ষ টাকার একটি ইন্সুরেন্স পলিসি খুলে দিয়ে তা কোম্পানীই চালাবে,

 গ) ১ বৎসর পর GLগণের নামে ৩০ লক্ষ টাকার একটি ইন্সুরেন্স পলিসি খুলে দিয়ে তা কোম্পানীই চালাবে,

 ঘ) ১ বৎসর পর MPS গণের নামে ৫০ লক্ষ টাকার একটি ইন্সুরেন্স পলিসি খুলে দিয়ে তা কোম্পানীই চালাবে,

 ঙ) ৫ বৎসর পর  শহরে নিজের একটি করে ফ্লাটের জন্য যৌথভাবে  যায়গা পাবেন।

 চ) ১৫ বৎসর পর আপনারা একটি করে ফ্লাটের মালিক হবেন,

 ছ) ২০ বৎসর পর আপনারা প্রতিমাসে ৩০,০০০/৫০,০০০/৮০,০০০ টাকা করে পেনশন পাবেন এবং পাশাপাশি আপনার কাজের ইনকাম পেতেই থাকবেন ।

বি.দ্র: আপনি যতদিন কর্মক্ষম থাকবেন ততদিন এই প্রতিষ্ঠানের কাজ চালিয়ে যাবেন।

 জ) কাজ শুরু করার ৬ মাস পর হতে আপনার পরিবারের সকল সদস্য আমাদের ক্লিনিক/হাসপাতালে উন্নতমানের চিকিৎসা একদম ফ্রি পাবেন,

                                   ======== * ========

উপরোল্লিখিত বিষয়গুলি ছাড়াও নিম্নের বিষয়গুলি মনোযোগসহকারে পড়ুন ঃ--

উদ্যোক্তা প্রতিনিধি নির্বাচন, PARC Bazaar এর লক্ষ্য ও উদ্দেশ্য, স্বাবলম্বি হওয়া এবং আমাদের পলিসি বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী Revolutionসৃষ্টি করা : :

 আমাদের ব্যাতিক্রমধর্মী সামাজিক সেবামূলক কাজের মূল লক্ষ্য, উদ্দেশ্য উদ্যোগ হল:- ঢাকা শহর ও দেশের প্রতিটি গ্রামে বিনা পুঁজিতে ১জন করে সফল উদ্যোক্তা এজেন্ট বা PARC Working Partner তৈরি করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আপনারা যারা উদ্যোমী, সাহসী, ডাইনামিক, বেকার যুবক-যুবতী, ছাত্র-ছাত্রী, স্বল্প বেতনের চাকুরীজীবী, অবসরপ্রাপ্ত চাকুরীজীবী, উচ্চাকাঙ্খি যুবক-যুবতী, দোকান মালিক, প্রাক্তন ও বর্তমানে বিভিন্ন কোম্পানির মার্কেটিংয়ে নিয়োজিত যুবকগণ, MLM Marketing এ দক্ষ ও অভিজ্ঞ যুবকগণ (যারা অতীতে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন) এবং যারা অন্যের তুলনায় নিজেকে একটু চালাক-চতুর মনে করেন, যারা মিশুক অর্থাৎ সহজে মানুষের  সাথে মিশতে পারেন এবং সহজে মানুষকে কনভিন্স করতে পারেন তারা প্রত্যেকেই যেন নিজ নিজ এলাকায় থেকে তাদের দৈনন্দিন কাজের ফাঁকে এবং আরো বড় পরিসরে উপজেলা, জেলা, বিভাগীয় ও ঢাকা শহরে এসে ম্যানেজমেন্ট এর সাথে যৌথভাবে এই সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে নিজেদেরকে ধীরে ধীরে স্বাবলম্বী করতে পারেন, একই সাথে আমাদের এই  ব্যতিক্রম ধর্মী সামাজিক সেবামূলক ব্যবসায়িক পলিসির প্লাটফর্মের মাধ্যমে আমাদের এই যুবসমাজ সারা  দেশব্যাপী এবং পরবর্তীতে সারা বিশ্ব ব্যাপী  এক Revolution  সৃষ্টি করতে পারেন, আমরা আপনাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিব। আপনারা যাতে প্রত্যেকেই ধাপে ধাপে প্রতিমাসে কমপক্ষে ১০০০০-- ২০০০০- ৫০০০০-- ১০০,০০০- ৫,০০,০০০-- ১০,০০,০০০  টাকা করে ইনকাম করতে পারেন।                                   

Revolutionসৃষ্টি করা -বিশেষভাবে লক্ষ্যনীয় এই  যে, আপনারা যখন থেকে যে ইনকামই শুরু করুন না কেন একবার শুরু হলে তা আপনি আজীবন এবং বংশপরম্পরায় পেতেই থাকবেন

      ধরি, আপনি কোনভাবে ১০০০ টাকা ইনকাম শুরু করলেন, আপনি যদি আর ইনকাম বৃদ্ধি নাও করেন তবে আপনার এই ১০০০ টাকা ইনকাম প্রতিমাসে আজীবন এবং বংশপরম্পরায় চলতেই  থাকবে। এই ধরনের সুবিধার বিষয়টি শুধু বাংলাদেশ কেন সারা বিশ্বের সরকারী-বেসরকারী কোন প্রতিষ্ঠানই দেয় না বা আমার জানামতে এ পর্যন্ত কোন কোম্পানিই দেয় নাই।

 ৩উপরোল্লিখিত বিষয়গুলি যদি পছন্দ হয়- আপনি যদি মনে করেন- আপনার এমন ইচ্ছাশক্তি ও অদম্য আগ্রহ আছে এবং আপনি যদি উপরোল্লিখিত এই Revolutionary Group-এ যুক্ত হয়ে দেশব্যপী Revolution সৃষ্টির একজন অংশীদার হতে অগ্রহী হন তাহলে কেবল বিস্তারিত জানতে PARC Working Partner(PWP) গ্রুপের whatsapp নাম্বার 01711-900899 টি আপনার মোবাইলে save করুন এবং একবার Hi দিন বা যোগাযোগ করুন।

        গ্রুপে যোগদানের পর আরো সময় নিয়ে কোম্পানি সম্পর্কে ভালোভাবে খোঁজ-খবর নিয়ে এই কোম্পানির সামাজিক সেবামূলক পলিসি সম্পর্কে ভালোভাবে স্টাডি করুন । যদি মনে করেন এই কোম্পানি প্রতারক বা ২নম্বর বা হায় হায় কোম্পানি বা ঠকবাজ বা Cheatingbaj কোম্পানি নয় বরং ইহা একটি সামাজিক সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে যুব সমাজকে প্রকৃতই বিনা পুঁজিতে নুতন উদ্যোক্তা তৈরী করতে ও স্বাবলম্বী করার উদ্যোগী ভূমিকা পালন করছে - বিষয়টি সত্য না মিথ্যা একবার যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নিন। বিষয়টি সঠিক মনে হলে বা ভালো লাগলে তবেই যোগাযোগ করুন।

    যদি ভালো লাগে এবং যোগদান করেন তবে দেশব্যাপী দ্রুত ছড়িয়ে দিতে আপনার পাশের গ্রামে আপনার মত একজনকে নির্বাচন করুন।তবে কাজটি কিন্তু অত সহজ নয়-অত্যন্ত ধৈরযশীল হতে হবে।

বেতন, কমিশন রেমু্নারেশনঃ : উপরোল্লিখিত যোগ্যতা, দক্ষতা ও কাজের ক্ষেত্র অনুযায়ী আপনার বেতন, কমিশন ও রেমুনারেশন আপনি নিজেই নির্ধারণ করুন। আপনি দক্ষতার সাথে কাজ করলে প্রতিমাসে কমপক্ষে ১,০০,০০০ -- ১০,০০,০০০ টাকা করে ইনকাম করতে পারবেন। যা আজীবন চলতেই থাকবে। আমাদের সবচেয়ে বিশেষত্ব বা স্পেলালিটি হল-আপনি যে ইনকাম একবার শুরু করবেন তা প্রতিমাসেই আজীবন পেতেই থাকবেন ।

        আপনি চাইলে আপনার প্রতিদিনকার ইনকাম প্রতিদিন বিকাশের মাধ্যমে নিতে পারবেন।

 ৫। PARC Bazaar মূলত: একটি সামাজিক সেবামূলক ব্যবসায়ী প্রতিষ্ঠান। বেকার যুব সমাজকে সাবলম্বি করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য। এই কোম্পানির পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে এই Whatsapp group-PARC Working Partner(PWP) গ্রুপে যুক্ত থাকুন। বিজ্ঞাপন দেখে বা গ্রুপের লেখা দেখে একদিনেই শুরু করতে হবে এমন নয়। দেখুন- ভাবুন- বুঝুন-ভালো পরামর্শ দিবেন এমন বুদ্ধিমান লোকের সাথে পরামর্শ করুন, সময় নিন, পার্ক বাজারের পলিসি সম্পর্কে ভালোভাবে স্টাডি করুন- যাচাই-বাছাই করুন তারপর পরীক্ষামূলকভাবে শুরু করুন বা চেষ্টা করুন। পরীক্ষামূলকভাবে শুরু করা বা চেষ্টা করার অংশ হিসেবে আপনি ১মাস বা ২ মাস ধরে শুধুমাত্র আপনার প্রতিবেশীদের সাথে PARC Bazaar-এর পণ্যের মূল্য, গুণগত মান, ফ্রি হোম ডেলিভেরী সুবিধা, ক্রেতা বাজার করলেই-নগদ সুবিধা, বেকার যুব সমাজকে উদ্যোক্তা তৈরীর উদ্যোগ ও তাদেরকে সাবলম্বী করার সামাজিক সেবামূলক কাজের পলিসি এবং PARC Bazaar-এর ভালো -খারাপ দিকগুলি নিয়ে আলোচনা করুন। তাদের মতামত নিন, চেষ্টা করুন তাদেরকে কনভিন্স করতে অর্থাৎ PARC Bazaar হতে বাজার করতে রেফার করুন। এমনভাবে কনভিন্স করুন, তারা যেন PARC Bazaar-এর সামাজিক সেবামূলক পলিসি

            PARC Bazaar-এর সামাজিক সেবামূলক পলিসি, পণ্যের দাম, ফ্রি হোম ডেলিভেরী, কাস্টমারের বিভিন্ন সুবিধা এবং অন্যান্য সেবা সম্পর্কে আগ্রহী হন।

 ৬আপনার উপরোল্লিখিত চেষ্টা যদি সফল হয় অর্থাৎ এই ১ বা ২ মাসে যদি শুধুমাত্র ২জনকে কনভিন্স করতে সক্ষম হন- তাহলে অবশ্যই আপনি সার্থক অর্থাৎ আপনি সফল এবং আপনার প্রথম ইনকাম ১০০০ টাকা করে আজীবনের জন্য শুরু হয়ে গেল অর্থাৎ আপনি নিজের সারাজীবনের জন্য একটি টাকার গাছ গাড়লেন। শুধু আপনার জন্যই নয়, আপনি যে ২জনকে কনভিন্স বা রেফার করলেন সেই ২জনার প্রত্যেকের ৫০০ টাকা করে আজীবন এর জন্য ইনকাম শুরু হয়ে গেল অর্থাৎ আপনি তাদের জন্যও একটি করে টাকার গাছ গেড়ে দিলেন।

  ৭আপনার এবং অন্যান্য কাস্টমারের প্রচেষ্টায় দিন যত যাবে সদস্য তত বাড়বে, সদস্য যত বাড়বে আপনারা গ্রুপের উপরের দিকে থাকায় আপনার এবং আপনার রেফারকৃত সদস্যদের ইনকামও তত বাড়তেই থাকবে। আপনার ইনকাম যখন ৩০,০০০ টাকা করে শুরু হবে তখন আপনার রেফারকৃত ২জনেরও  ক্যাশব্যাক প্রতি মাসে ৫০০০ টাকা করে আজীবনের জন্য পেতেই থাকবেন ।

 ৮আপনি হয়তো ডেসটিনি, ইভেলি বা অন্যান্য প্রতারক বা হায় হায় কোম্পানির মত ভাবছেন? ঐ রকম ভাববার কোনই অবকাশ নাই। কারণ, আপনি শুধু একটি বিষয়ে লক্ষ্য করুন- ধরি, আপনি অনলাইনে বা সরাসরি ৫ কেজি আলু, ৫ কেজি পিঁয়াজ, ৫ লিটার তেল, ১টি থ্রিপিস,  ১টি শাড়ি ইত্যাদি অর্ডার করলেন- ডেলিভেরি ম্যান শুধু সেই পণ্যগুলি আপনার বাসায় ফ্রি হোম ডেলিভারি দিল। বাসায় পৌঁছে দেয়া পণ্যগুলি যদি আপনার পছন্দ হয়- তবেই শুধু সেই পণ্যের মূল্য টুকু দিয়ে দিবেন। পণ্য পছন্দ না হলে পণ্য গুলি ফেরত দেবেন । এখানে কি আপনার ঠকার কোন সুযোগ আছে? অবশ্যই নাই । কোম্পানি যদি অগ্রিম কোন টাকা পয়সা না নেয় তা হলে কি কোম্পানী আপনার সাথে প্রতারণা করতে পারবে? অবশ্যই না।

এবার আমাদের আসল কাজ হলো কাস্টমারগণকে আমাদের পলিসি বুঝান অর্থাৎ মার্কেটিং করা অর্থাৎ আমরা MV, GL & MPS গণ কাস্টমারকে কিভাবে কনভিন্স করব বা কাস্টমারের নিকট মার্কেটিং করতে গিয়ে কিভাবে কাস্টমারের সুবিধাসমূহ তুলে ধরব বা তাদেরকে বুঝায়ে দেব অর্থাৎ একা অথবা দল বেধে মার্কেটিংয়ের সময় অথবা যে কোন সময় গলি বা গ্রামের MV গণ গলি এবং গ্রামের একজন কাস্টমারকে কিভাবে কনভিন্স করবেন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করা হলো:--

      # কাস্টমারগণকে কনভিন্স করার নির্দিষ্ট কোন পদ্ধতি বা  ফর্মূলা নেই- পরিবেশ, পরিস্থিতি, কাস্টমারের অবস্থা বা মনোভাব বুঝে তাদেরকে কনভিন্স করতে হবে। তবু - গ্রামের বা গলির লোকজনদের সাথে MV গণের  সম্পর্ক/সুসম্পর্ক অনুযায়ী স্যার বা ম্যাডাম বা চাচা/চাচী বা ভাই/বোন, দোস্ত  ইত্যাদি সম্মোধন করে তাদের সাথে কথা বলা শুরু করা। তারা যদি মোটামুটি ফ্রি থাকে, তাদের যদি কোন তাড়া বা ব্যস্ততা না থাকে এবং কথা শুনতে বা বলতে অগ্রহ প্রকাশ  করে তবেই আপনারা তাদের সাথে কথা বলা শুরু করুন এবং তাদেরকে আমাদের পলিসি বোঝাতে চেষ্টা করুন। তারা হয়ত প্রথম প্রথম  মনোযোগ সহকারে আপনার কথা নাও শুনতে পারে ।

      # বরং তাদের মধ্যে হয়ত ২/১ জন সবজান্তার ভাব দেখিয়ে উল্টো আপনাকেই চিটার, বাটপার, হায় হায় কোম্পানি বা MLM এর মত চিটিংবাজ কোম্পানির লোক ভেবে আরোও উল্টাপাল্টা কথা বলে আপনাকে ক্ষেপিয়ে তুলতে পারে।

      #  সে ক্ষেত্রে কোনভাবেই তার সাথে রাগ করা যাবে না।

     #  অত্যন্ত ধৈর্য্য সহকারে ঠান্ডা মাথায় হাসিমুখে তাদের সাথে কথা বলতে হবে।         

     # কারন অনেকে বিভিন্ন ধরনের এনজিও বা MLM কোম্পানীর বিভিন্ন প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হয়ে তাদের নিকট অনেক টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হয়েছেন বা প্রতারিত হতে দেখেছেন বা শুনেছেন।        

      # আপনারা তাদেরকে শুধু এটুকু বলুন যে, আমাদের পলিসিতে আপনাকে একটি টাকাও কাউকে কোথাও জমা দিতে হবে না। ফলে প্রতারিত হওয়ারও কোন সুযোগ নেই। আপনি আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য সহ যে কোন পণ্য অর্ডার করবেন পণ্য দেখে পছন্দ হলে শুধুমাত্র সেই পণ্যের মূল্য পরিশোধ করবেন।

      #  এবার বলুন আমরা আপনার সাথে কিভাবে প্রতারণা করব।

      # যারা প্রথম প্রথম কথা শুনতে আগ্রহ দেখাবে না বা বুঝতে চাইবে না তাদেরকে জোর করে বুঝাতে যাওয়া যাবে  না।

      # যখন আশে পাশের ২/৪ জন আমাদের সদস্য  হবেন এবং তারা যখন সুবিধা পাওয়া শুরু করবেন , তাদের কাছে যখন শুনবেন যে তারা সুবিধা পাওয়া শুরু করেছেন তখন ঐ ব্যক্তিও  আমাদের পলিসি সম্পর্কে জানতে আগ্রহী হবেন।

      # তবে যারা আপনার কথা শুনতে আগ্রহী হবেন, তখন তাদের সাথে নিজের মত করে কথা বলতে হবে। যেমন-স্যার বা ম্যাডাম,  আপনার তো প্রতিদিন খেতে হয়, সেজন্য বাড়িতে প্রতিদিন রান্না করতে হয় , সে জন্য প্রতিদিন টুকটাক ২/১ টা করে কোন না কোন পণ্য যেমন-চাল-ডাল-তেল-লবন-মরিচ, সবজি, মাছ-মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে হয়। সেই সকল পণ্য নিশ্চয়ই আপনার আশেপাশের কোন দোকান বা বাজার থেকে বাজার দামেই ক্রয় করে থাকেন। ঐ সকল দোকানদার হয়ত আপনাকে তাৎক্ষণিক ৫/১০ টাকা ছার দেয় আবার অনেক সময় ১ টাকাও ছার দেয় না।

      কিন্ত আপনি যদি আমাদের কোম্পানির PARC Centre হতে ঐ একই পণ্য বাজার দামেই ক্রয় করেন,  তবে ধাপে ধাপে আপনি ফ্রি পণ্য বা ক্যাশব্যাক সুবিধা পাবেন।

     ( এ সময় আপনাকে L -  R system এ পিড়ামিডের ছবি একে গ্রুপভিত্তিক সুবিধা Automatic Binary Calculation এর হিসাব বুঝাইয়া দিতে হবে) ।

     ধরুন , আপনি আমাদের PARC Centre হতে

      মাসের  ১--৩১ তারিখের মধ্যে ১দিন ১০০ টাকার , আর একদিন  ২০০ টাকার , আর ১দিন ৫০ টাকার , আর ১দিন ৪৫০ টাকার এভাবে ধাপে ধাপে  ১ মাসে  মোট ৩,০০০ টাকার বাজার করলেন এবং ঐ মাসে আপনার আন্ডারে ধরি আরোও ২ জন বা ৪জন একই ভাবে বাজার করলেন। ধরি, ঐ মাসে তাদের মধ্যে কেউ ২০০০ বা ৩০০০ বা ৫০০০ টাকার করে বাজার করলেন। এখন দেখুন তাতে আপনার কি লাভ । 

    (  এখানে  প্রথম কাস্টমার বা প্রথম সদস্য হিসাবে  তার লাভের হিসাব অর্থাৎ ক্যাশব্যাকের হিসাব বুঝাইয়া দিতে হবে)।

     এখানে আপনার আন্ডারে যারা বাজার করবেন তাদের নিকট হতে যে লাভ হবে , সেই লাভের একটি করে অংশ বাইনারী সিস্টেমে একত্রে গ্রুপভিত্তিক সুবিধা আপনিও পাবেন।

     #  আপনার আন্ডারে যারা বাজার করলেন একই ভাবে আপনার  মত তাদেরও লাভের বা ক্যাশব্যাকের হিসাব হবে। এটাই আপনাদের জন্য কোম্পানীর সামাজিক সেবামূলক কাজ।

     #  বাজার এবং সুবিধা প্রাপ্তির একটি আনুমানিক হিসাব: ধরি, আপনি ১---৩১ তারিখের মধ্যে ১মাসে কমপক্ষে ৫,০০০ টাকার বাজার করলেন । আপনি আপনার এই বাজার হতে সরাসরি কত ক্যাশব্যাক পাবেন দেখুন: ৫,০০০*১২%= ৬০০*৪০% =২৪০ টাকা। আপনি প্রথম ব্যাক্তি হিসাবে প্রথম মাসে  এই ২৪০ টাকার  ডাবল ২৪০*২=৪৮০ টাকা পাবেন।

      ঐ মাসে বা পরের মাসে ধরি,  আপনার আন্ডারে আরও ২জন আপনার মত ১মাসে ৫,০০০ টাকার করে বাজার করলেন, তখন আপনি পাবেন :

     যেহেতু হিসাব নীচের দিক থেকে হয় সেহেতু ঐ 2জনের প্রত্যেকে পাবেন-5000*12%= 600*40%=240*40%=  96 টাকা করে।

    অবশিষ্ট থাকে 240--96= 144 টাকা।

     তবে তারাও তাদের প্রথমবার হিসাবে এই 96 টাকার ডাবল 96*2= 192 টাকা করে পাবেন।

     এবার আপনি প্রথম সদস্য  হিসাবে ঐ 2 জনার লাভের অংশ হতে পাবেন তাদের  লাভের অবশিষ্টের 100% অর্থাৎ 144*2=288 টাকা ।

     পরের মাসে আপনি মোট পাবেন আপনার প্রাপ্য 240 টাকা + 288=  528 টাকা।

     # আবার যখন ঐ 2 জনার আন্ডারে আরো 4জন 5,000 টাকার করে বাজার করবেন তখন আপনি পাবেন -

         এখানেও নীচের দিক থেকে হিসাব করে  আগে 6 ও 7 নং এর হিসাব করতে হবে :  5000*12%=600*40%= 240*40%=96 টাকা। অবশিষ্ট থাকে 240--96=144 টাকা ।

        3 নং এর হিসাব: 5000*12%=600*40%= 240*40%=96 টাকা। অব থাকে 240--96= 144 টাকা।

        3নং আরোও পাবেন 6 ও 7 এর মোট অবশিষ্টের 30% অর্থাৎ 144*2=288*30%=86.40 টাকা। অব থাকে 288-86.40= 201.60 টাকা। মোট অব থাকে 144+201.60=345.60/-

        1 নং এর হিসাব: 5000*12%=600*40%= 240 টাকা।

        1 নং মোট পাবে 345.60+345.60+240= 931.20 টাকা।

      এভাবে আপনার আন্ডারে যত সদস্য যুক্ত হবে আপনার ইনকাম বা ক্যাশব্যাক ততই বৃদ্ধি পেতে থাকবে। এভাবে এক সময় আপনি 5,000 টাকা করে ক্যাশব্যাক পাবেন।

      এবার আপনিই ভেবে দেখুন সাশ্রয়ি মূল্যে   বাজারও করলেন আবার প্রতিমাসে আজীবন 5000 টাকা করে ক্যাশব্যাকও পেলেন। এবার আপনিই বলুন এটা কি আমাদের সামাজিক সেবামূলক কাজ নয়।

     এখানে সদস্যদের L--R এর চিত্র এভাবে একে দেখাতে হবে।                                                                                                                                                                                                                                

                                1                                                                                                                                                                                                                                                                        

                   2                       3                                                                                                                                                                                                                                                                

         4            5           6             7                                                                                                                                                                                                                               

       হিসাব : ধরি, উপরের চিত্রের  ৬ ও ৭ নং প্রত্যেকে ১ মাসে মোট 5000 টাকার করে বাজার করেছেন।

      # এখানে ৬ ও  ৭ এর লাভের হিসাব:

         5000*12%=600*40%=240*40%=96 টাকা করে পাবেন 6 ও 7 নং সদস্য।  অবশিষ্ট থাকে-240-96=144। তবে আপনি Parc Centre হতে ১ম বাজার করায় উৎসাহ প্রদানের জন্য কোম্পানী আপনাকে আপনার সুবিধার ডাবল দিবে অর্থাৎ 96*2=192 টাকা করে ৬ ও ৭ নং উভয়ই পাবেন।

    # ধরি, 3 নং সদস্য একমাসে বাজার করেছেন 3000 টাকার । সুতরাং 3নং পাবেন একইভাবে 3000*12%=360*40%= 144*40%= 57.60 টাকা। অবশিষ্ট থাকে 144-57.60=86.40

      3নং আরোও পাবেন 6 ও 7 এর অবশিষ্টের 30%= 144*2=288*30%=86.40/-, অবশিষ্ট থাকে 288--86.40=201.60/-

     # এখানে 3 নং এর মোট অবশিষ্ট থাকে 86.40+201.60=287/-

     সুতরাং 3 নং মোট পাবেন 57.60+86.40=144 টাকা।

     # একইভাবে ধরি, 4 ও 5 এক মাসে বাজার করলেন 5000 টাকার করে । সুতরাং 6 ও 7 এর মত একই রকম হিসাব হবে। সুতরাং 4 ও 5 পাবে 96 টাকা করে অর্থাৎ ১৯২ টাকা করে। একই ভাবে 2 নং পাবে 144 টাকা।

    # ধরি, 1 নং একমাসে বাজার করেছেন 3000 টাকার। তিনি পাবেন 3000*12%=360 *40%=144 টাকার পুরাটাই। 

    1  নং মোট পাবেন 287+287+144= 698/--

    লক্ষ্য করুন:

    # আপনি প্রথম কাস্টমার হিসাবে  বাজার করেন-৩০০০ টাকার এবং আপনি পাবেন-698 টাকা।

    # আপনার আন্ডারে যে ২জন অর্থাৎ ২ ও ৩ নং ৩০০০ টাকার করে বাজার করেছেন সেই ২ ও ৩ পাবেন ১৪৪ টাকা করে।

    # আবার ২ ও ৩ নং এর আন্ডারে ৪, ৫ , ৬ ও ৭ নং বাজার করেছেন ৫,০০০ টাকা করে । সুতরাং তারা পাবেন 192 টাকা করে।

    # এখানে হয়ত আপনি ভাববেন 4,5,6,7 পেল ১৯২ টাকা করে আবার তাদের উপরের ২ ও ৩ নং পেলেন ১৪৪ টাকা করে। উল্লেখ্য,  4--7 পর্যন্ত বাজার করেছেন ৫০০০ টাকার করে এবং  প্রথমবার হিসাবে ডাবল পেয়েছেন। তেমনি 2 ও 3 যখন প্রথম বার বাজার করেছেন তখন তারাও একই ভাবে পেয়েছেন।

     এবার লক্ষ্য করুন: আপনার আন্ডারে যখন আরোও 8, 16, 32, 64 ,128, 256 জন  যোগ হবে তখন আপনি ধাপে ধাপে প্রতিমাসে  ৫,০০০ টাকা করে ক্যাশব্যাক পাবেন।

    # এই ক্যাশব্যাকের হিসাব আমাদের একটি সফটওয়্যারের সাহায্যে অটোমেটিক বাইনারী ক্যালকুলেশনের মাধ্যমে করা হয়।  আপনি আপনার নিজের ক্যাশব্যাকের হিসাব আপনি নিজেই করতে পারবেন। এটাই আমাদের কোম্পানির স্বচ্ছতা।

     # এ সকল সুবিধা ছাড়াও আপনাদের নামে ৫  থেকে  ১০ লক্ষ্য টাকার করে ইন্সুরেন্স পলিসি খুলে দিয়ে তা কোম্পানীই চালাবে।

    # আপনাদের পুরো পরিবার আমাদের হাসপাতাল/ক্লিনিকে প্রায় ফ্রি এবং ১০০% সঠিক চিকিৎসা পাবেন।

   # এছাড়াও প্রতিবৎসর একবার করে দেশ-বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। 

    এটাই আপনাদের জন্য আমাদের কোম্পানির ব্যতিক্রমধর্মী সামাজিক সেবামূলক আধুনিক ব্যবসায়িক উদ্যোগ।

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            ====== *** ======                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

   PARC Bazaar  এর  বিনা পুঁজিতে উদ্যোক্তা তৈরীর একটি ব্যাতিক্রমধর্মী উদ্যোগ ঃ-

আমরা কয়েকজন বন্ধু মিলে উদার মানুসিকতার একজন ধনাঢ্য ব্যক্তির সহযোগীতায় বেকার যুবক-যুবতী,গৃহিনী, অবসরপ্রাপ্ত চাকুরিজিবি, স্বল্প বেতনের চাকুরিজিবি, স্বল্প পুঁজির দোকান্দার এবং  আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সেবামূলক ব্যবসার প্লাটফর্ম  তৈরী করে দিয়েছে। এই প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রায় ১,০০,০০০ বেকার যুবক-যুবতীকে একজন করে সফল উদ্যোক্তা তৈরী করা এবং তাদেরকে  স্বাবলম্বি করাই এই প্লাটফর্মের  লক্ষ্য ও উদ্দেশ্য।

আমাদের এই ব্যতিক্রমধর্মী সামাজিক সেবামূলক প্লাটফর্ম বা প্রতিষ্ঠানের নাম- PARC Bazaar. (পার্ক বাজার) ।   PARC এর একটি সুন্দর অর্থ আছে-তা হল:                            
PARC = Poverty Alleviation and Rehabilitation Centre.

যদি বাংলায় বলি দারিদ্র বিমোচন এবং পূণর্বাসন কেন্দ্র ”  ।                                                                               

# এই নামের মধ্যেই ব্যতিক্রমধর্মী এই প্লাটফর্মের বা প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নিহিত আছে । এই প্রতিষ্ঠানের সাথে জড়িত প্রত্যেককেই  একজন করে সফল উদ্যোক্তা হিসাবে তৈরী করা এবং তাদেরকে পূণর্বাসন এবং স্বাবলম্বি করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য । 
# তাই ডাইনামিক যুবক-যুবতীদেরকে বলছি “ চাকুরী নয় - আমরা বিনা পুঁজিতে ব্যবসা করব ” । একজন উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করব এবং নিজে স্বাবলম্বি হব ও আমাদের কাস্টমারদেরকে তাদের বাজারে সাশ্রয় করাব।


ক। সংক্ষেপে আমাদের পলিসির ব্যাখ্যা :                                                                                                                                                                                   

১। ঢাকা শহরের প্রতিটি মহল্লায় এবং প্রতিটি উপজেলা শহরে ১জন করে বিনা পুঁজিতে উদ্যোক্তা প্রতিনিধি বা স্থানীয় এজেন্ট (Group Leader) নিয়োগ করা হবে।

 ২। আপনারা আপনাদের ঘড়েই থাকুন,  আপনাদের এলাকায়ই থাকুন।  সম্পূর্ণ বিনা পুঁজিতে আমাদের সাথে ব্যবসা করুন।                                                                            

৩। পুঁজি আমাদের, পণ্য আমাদের, পরিকল্পনা ও পলিসি আমাদের আর  পরিশ্রম ও ইনকাম আপনাদের।

৪। আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হউক না কেন-- আপনি  যদি ডাইনামিক হন এবং আপনি যদি মিশুক হন অর্থাৎ সহজে মানুষের সাথে মিশতে পারেন অর্থাৎ সহজে মানুষকে কনভিন্স করতে পারেন তবেই আপনি আসুন আমাদের সাথে।

৫।  আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনি প্রতিমাসে কমপক্ষে ৫০,০০০ থেকে ৫,০০,০০০ টাকা করে ইনকাম করতে পারবেন এবং নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং নিজেকে  স্বাবলম্বী করতে পারবেন।

#     পাশাপাশি আপনার এলাকার বেকার যুবক-যুবতীদেরকেও স্বাবলম্বি করাতে পারবেন । আপনি এবং ঐ যুবক-যুবতীদের দ্বারা তৈরিকৃত সদস্যদেরকেও তাদের মাসিক বাজারে বিশাল সাশ্রয় করাতে পারবেন। আপনাদের সকলের ১০০% সঠিক এবং ফ্রি চিকিৎসা করাতে পারবেন।

৬। আপনার প্রতিদিনকার ইনকামের হিসাব আমাদের বিশেষ সফটওয়্যারের সাহায্যে অটোমেটিক ক্যালকুলেশনের মাধ্যমে অর্থাৎ বাইনারি পদ্ধতিতে আপনি নিজেই করতে পারবেন। বাইনারি হিসাব পদ্ধতির ফর্মুলা প্রশিক্ষণের সময় আমরা আপনাকে শিখিয়ে দিব।

৭। যেহেতু আপনাকে একটি টাকাও বিনিয়োগ করতে হবে না বা কোম্পানিকে একটি টাকাও দিতে হবে না , সেহেতু আপনার লস হওয়ার বা ঠকার কোনই সুযোগ নাই।

৮। আমরা আপনাদেরকে সারাজীবনের জন্য ইনকাম করার সুযোগ তৈরি করে দিব। যে ইনকাম একবার শুরু হবে তা আজীবন চলতেই থাকবে। এটাই আমাদের  ব্যতিক্রমধর্মী পলিসির বিশেষত্ব।

৯। সবাই একটা বিষয়ে সন্দেহ পোষণ করেন, তা হল বিনাপুঁজির কথা বলে কাজ শুরু করার পর  সবাই টাকা চায়। আপনারাও চাইবেন কি না ? তারপর একসময় হয়ত টাকা-পয়সা নিয়ে উধাও হয়ে যাবেন কি না ?

     এক্ষেত্রে আমরা গ্যারান্টি দিয়ে বলছি - আমরা আপনাদের নিকট ১টি টাকাও চাইব না বা নিব না। এখানে টাকা নেওয়ার কোন সিস্টেম নাই।  আপনারা যদি আমাদেরকে ১টি টাকাও না দেন তাহলে তো আপনাদের টাকা নিয়ে উধাও হওয়ার প্রশ্নই আসে না।

খ।  উপরোল্লিখিত বিষয়গুলি ভালোভাবে পড়ার পর  বা ভালভাবে বোঝার পর সবাই শুধু একটি প্রশ্ন করেন - কিভাবে আমরা বিনাপুঁজিতে  উদ্যোক্তা  হব বা কিভাবে আমরা বিনাপুঁজিতে ব্যবসা করব? ঃ-

>> এর উত্তর খুবই সহজ:

আমরা ৩টি ধাপে ৩টি পরিকল্পনার মাধ্যমে আপনাদেরকে বিনাপুঁজিতে উদ্যোক্তা হিসাবে তৈরী হওয়ার সুযোগ করে দিব  এবং একজন সফল উদ্যোক্তা হিসাবে স্বাধীনভাবে  নিজের ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দিব :-

ক)  প্রথম  ধাপ হল: ফ্লেক্সিলোড এবং  মিনিট-ডাটা বান্ডেল বিক্রি করার মাধ্যমে সাময়িক কিছু ইনকাম করা বা হাত খরচ চালানো ।

খ)  দ্বিতীয় ধাপ হল: থ্রি পিস, টি-শার্ট , লেডিস ব্যাগ, মহিলাদের আন্ডার গার্মেন্টস, সাজগোজের আইটেম ,এন্টিক গহনা ও সিটি গোল্ড, বিদেশি কসমেটিক্স, লুঙ্গি, গ্যাঞ্জি, শাড়ী-ম্যাক্সি ইত্যাদি বিক্রির মাধ্যমেও সাময়িক কিছু ইনকাম করা বা হাত খরচ চালানো

         # উপরের এই দুইটি ধাপের মাধ্যমে কিছু ইনকামও হলো আবার কিছু সদস্যও তৈরি হলো এবং তাদের সাথে একটা ভালো সম্পর্ক অর্থাৎ সুসম্পর্ক তৈরি হলো।

গ)  তৃতীয় ধাপ হল :  আমাদের এই তৃতীয় ধাপই হলো আমাদের মেইন বা আসল পলিসি। এই মেইন পলিসি হল সকল প্রকার  গ্রোসারী বা মুদি আইটেম সমুহ এবং ১ম ও ২য় ধাপের আইটেমসহ আমাদের প্রথম ও দ্বিতীয় ধাপের মাধ্যমে সুসম্পর্ক তৈরি করা সদস্যদের নিকট Chain System বা Network Marketing System বা MLM System-এ বিক্রয় করা।


    # এই ৩টি থাপ বা  পলিসির সংক্ষেপে ব্যাখ্যা :-                                                                                                                                                                                                                                                                                                                                                             

ক) প্রথম ধাপের ব্যাখ্যা:

প্রথম অবস্থায় তাৎক্ষণিক কিছু ইনকামের জন্য  আমরা আপনাদের জন্য ফ্লেক্সিলোডের মাধ্যমে ইনকামের ব্যবস্থা করেছি । প্রথম অবস্থায় আপনার হাতের মোবাইলের সিম টাকে বিনা পয়সায় ফ্লেক্সিলোড সিমে (GP,BL,Robi,AT,TR) রূপান্তর করুন। এর পর ফ্রি একাউন্ট খুলে (অন্য কোন কোম্পানির একাউন্ট খুলতে ২০০ থেকে ৩০০ টাকা লাগে) প্রতিমাসে ১০/১২ হাজার টাকা করে ইনকাম করা শুরু করুন। এই ফ্লেক্সিলোড এবং মিনিট-ডাটা বান্ডেল বিক্রি করতে করতে আপনাদের সাথে ওই কাস্টমার গুলোর একটা ভালো সম্পর্ক অর্থাৎ সুসম্পর্ক তৈরি হবে ।

খ) ২য় ধাপের পলিসির ব্যাখ্যা: প্রথম  ধাপের পলিসির মাধ্যমে যে সকল সদস্যের সাথে সুসম্পর্ক তৈরী হবে তখন আপনাকে তারা বিশ্বাস করবে অর্থাৎ আপনার উপর ভরসা করবে এবং ঐ এলাকায় বসবাসকারী অন্যান্য পরিবার অর্থাৎ নুতন নুতন সদস্যদের নিকট আপনি আস্তে আস্তে আমাদের website:www.parcbazaar.com, facebook page: www.facebook.com/parcbazaar.com.bd, আমাদের  whatsapp group এবং আমাদের youtube Chanel- এ দেয়া থ্রিপিস, টিশার্ট, মহিলাদের আন্ডার গার্মেন্টস, শাড়ী, লেডিস ব্যাগ, সাজগোজ আইটেম, ইমিটেশন গহনা, বিদেশী কসমেটিক্স ইত্যাদি পণ্যের এ্যাড  বা  ছবি দেখিয়ে সেই সকল পণ্য তাদের  নিকট বিক্রি করা শুরু করুন।

# উপরোল্লিখিত বিভিন্ন মাধ্যমে এসকল পণ্যের এ্যাড বা ছবি দেখিয়ে যখন তাদেরকে গ্যারান্টি দিবেন যে, আমরা ১ নম্বর এবং অরিজিনাল পণ্য বাজার দামের চেয়ে কম দামে দিব। পণ্য হাতে পেয়ে ১নম্বর ও অরিজিনাল কিনা তা যাচাই করে অর্জিনাল হলেই কেবল সেই পণ্যের মূল্য পরিশোধ করবেন। নকল বা ২ নম্বর হলে আমাকে ফেরত দিবেন। তখন তারা সহজেই আপনাকে বিশ্বাস করবে এবং আপনার উপর ভরসা করবে এবং ঐ কাস্টমারগণ আপনাদের মাধ্যমে যে কোন পণ্যের অর্ডার দিতে স্বাচ্ছন্দ বোধ করবেন।

# এই ২য় ধাপ থেকেই কাস্টমারদের ইনকাম শুরু হবে ঃ-

২য় ধাপের যে সকল পণ্য কাস্টমারগণ ক্রয় করা শুরু করবেন সেই সকল পণ্য ক্রয় করলে আমাদের Automatic Binary Calculation এর মাধ্যমে প্রত্যেকটি কাস্টমার গ্রুপ ভিত্তিক ইনকাম পাবেন। ঐ কাস্টমারগণ যখন ইনকাম বা ক্যাশব্যাক পাওয়া শুরু করবেন তখন তারা আপনাদেরকে আরো বিশ্বাস করবেন। ঐ কাস্টমারগণই তখন তাদের গ্রুপ ভিত্তিক ইনকাম বৃদ্ধির জন্য তাদের  আশেপাশের পরিচিত লোকজনের নিকট প্রচার করবেন। অর্থাৎ তারাই আপনাদের হয়ে প্রচার বা মার্কেটিং করবেন।

গ) এর পর  আমাদের ৩য় পলিসি বা আসল বা মেইন পলিসির ব্যাখ্যা :

 আমাদের ব্যতিক্রমধর্মী এই মেইন পলিসির মুদি আইটেম বা গ্রোসারীসহ অন্যান্য পণ্য Network Marketing System -এ (১) Plan-A and (২) Plan -B এর মাধ্যমে পরিচালনা হয়।

(২)  Plan-B  এর ব্যাখ্যা : প্রথমে Plan-B এর ব্যাখ্যা দেয়া হল:-

   প্রথম অবস্থায় আমরা Plan-B চালু করব।

সংক্ষেপে Plan-B এর  পলিসির ব্যাখ্যা:-
১।  আপনি আপনার উপজেলা শহরের ৪ টি মহল্লায় এবং প্রতিটি ইউনিয়নে ১ জন করে মহিলা ও ১জন করে পুরুষ  Marketing Executive(ME)  পরযায়ক্রমে নিয়োগ দিন।  প্রথম যাদেরকে নিয়োগ দিবেন তাদেরকে  সাথে নিয়ে আপনার মহল্লা বা বাজারে অবস্থিত আপনার খুবই পরিচিত বা আপনার কথা শুনবে এমন একটি মুদি দোকানদারের নিকট যান- যেখানে প্রায় মোটামুটি সকল ধরনের মুদি আইটেম থাকে। আপনারা কয়েকজন মিলে ওই দোকানদারের সাথে নিবিরভাবে একান্তে ( দোকান্দারের ব্যস্ত সময়ে নয়) আমাদের পলিসি নিয়ে আলাপ করুন এবং ভালোভাবে বুঝাতে চেষ্টা করুন। এমনভাবে বুঝাতে হবে যে, সব লাভ যেন দোকান্দারের । আপনারা সামান্য কমিশন পাবেন। এভাবে  বুঝাতে বুঝাতে তাকে বলুন- ভাই আমরা যদি আপনার দোকানের ১০০ টাকার কোন পণ্য আমাদের নিজস্ব কাস্টমারের নিকট বিক্রি করে দেই এবং ধরি, তাতে আপনার লাভ হলো ১৬ টাকা, আপনি এই ১৬ টাকা থেকে আমাদেরকে কত টাকা দেবেন? নিশ্চয়ই দোকানদার আপনাকে তার লাভের অর্ধেক ধরি, ৮ টাকা বা ৭ টাকা বা ৬ টাকা দিবে। উল্লেখ্য, আমাদেরকে কমপক্ষে ৬ টাকা নিতে হবে -তাহলে আমরা আমাদের Plan-B এর বাইনারি হিসাবের মাধ্যমে আমাদের সিস্টেম অনুযায়ী আপনাদের এবং কাস্টমারদের লাভের অংশ প্রদান করতে পারব।


২। দোকানদারকে এভাবে বলতে হবে আপনি যে আমাদেরকে  ৬ টাকা দিবেন তাতে আপনার লাভ হয় ১০ টাকা । আমরা যদি আপপনার পণ্য বিক্রি করে না দিতাম তা হলে আপনার ১টি টাকাও লাভ হত না, আপনার পণ্য আপনার ঘরেই পরে থাকত।   আপনাকে ৬ টাকা দিলেও তার লাভ থাকে ১০ টাকা । লাভ দোকানদারেরই বেশি । সুতরাং আশা করা যায়- দোকানদার সহজেই রাজি হবে।

৩। এভাবে দোকানদারদেরকে তাদের ১দিনের মোট লাভ বা ১ মাসের মোট লাভের হিসাব বুঝিয়ে দিতে হবে যে- আমরা যদি প্রতিদিন আমাদের নিজস্ব কাস্টমার ধরি, ২০০ জনের নিকট গড়ে ৩০০ টাকার করে আপনার দোকানের পণ্য বিক্রি করে দেই তাহলে আপনার প্রতি মাসে মোট লাভ হয় ২০০* ৩০০=৬০,০০০*১০%= ৬,০০০*৩০= ১,৮০,০০০ টাকা। 

 এখন আপনিই ভেবে দেখুন -আমাদের মাধ্যমে আপনার ফাও লাভ হয় কিনা।
 তবে আপনি আমাদের সাথে না আসলেও অন্য যে কেউ অবশ্যই আসবেন।

বি. দ্র:  আপনারা Group Leader, ME গণ যদি মনে করেন আপনারা ওইসব  দোকানে সামান্য কিছু বিনিয়োগ করবেন এবং তাতে আপনাদের ইনকামের পরিমাণ বৃদ্ধি পাবে এবং প্রকৃতপক্ষে ঐ দোকান্দার সব সময় আপনাদের নিকট মাল দিতে বাধ্য থাকবে সে ক্ষেত্রে আপনারা তা নিজ উদ্যোগে বিনিয়োগ করতে পারেন। যেমন- ধরুন, কোন মাঝারী গোছের দোকান- তার পুঁজি কম থাকায় সে সব ধরনের মালামাল উঠাতে পারে না । সেক্ষেত্রে আপনারা Group Leader এবং ME মিলে ২০/৩০/৫০ হাজার টাকা বিনিয়োগ করে ওই দোকানে আরো কিছু মালামাল উঠাতে সাহায্য করলেন-তাতে করে আপনি আপনার কাস্টমারের নিকট সব ধরনের মালামাল সরবরাহ করতে পারবেন।  তাতে করে আপনাদের কমিশনও ৬% হতে বৃদ্ধি করতে পারেন। ফলে আপনাদের  ইনকামের পরিমাণও বৃদ্ধি পাবে।

# বিশেষভাবে উল্লেখ্য- আপনাদের এলাকার আপনাদের পরিচিত ঐ সকল দোকানে আপনাদের এই বিনিয়োগ অবশ্যই নিরাপদ- কারণ, তাদের টাকা মেরে দেয়ার সুযোগ বা সাহস কোনটাই হবে না। ফলে টাকা লস হওয়ার কোনই কারণ নাই। তাতে করে আপনাদের ইনকামের পরিমাণ আরো বৃদ্ধি পাবে।

                                                                                                                                                                


Project-B                                   নিত্য প্রয়োজনীয় পণ্যের সামাজিক বিপনন এবং সাশ্রয়ী বাজার পরিকল্পনা

PARC Bazaar-এর Local Agent - BME, ME, GL & DM হিসাবে যোগ দিন প্রতিমাসে কমপক্ষে ৩০,০০০--১০,০০,০০০ টাকা করে আয় করুন।

PARC Bazaar-এর সামাজিক সেবামূলক ব্যবসায়িক উদ্যোগঃ

PARC Bazaar একটি সামাজিক সেবামূলক ব্যতিক্রমধর্মী ব্যবসায়িক উদ্যোগ। আমরা কয়েকজন বন্ধু মিলে উদার মানুসিকতার একজন ধনাঢ্য ব্যক্তির সহযোগীতায় বেকার যুবক-যুবতী,গৃহিনী, অবসরপ্রাপ্ত চাকুরিজিবি, স্বল্প বেতনের চাকুরিজিবি, স্বল্প পুঁজির দোকান্দার এবং  আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সেবামূলক ব্যবসার প্লাটফর্ম  তৈরী করে দিয়েছে। এই প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রায় ১,০০,০০০ বেকার যুবক-যুবতীকে স্বাবলম্বি করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য।

1.  Marketing Executive or PARC Representative  আবশ্যক । 

ঢাকা শহরের প্রতিটি মহল্লায় এবং দেশের প্রতিটি উপজেলায় ১জন করে Group Leader এবং ঢাকা শহরের প্রতিটি মহল্লায় ৩ জন করে এবং দেশের প্রতিটি ইউনিয়নে ১ জন করে   Marketing Executive or PARC Representative  নিয়োগ দেয়া হবে ।    এখানে ইনকামের ২টি উপায় আছে ঃ- একটি হল-(১) যারা বেতন নিতে চান তাদের জন্য--শর্তসহ প্রতিমাসে ---                                                   

বেতন প্রথম মাসে ২৫,০০০ টাকা,  

দ্বিতীয় মাসে ৩০,০০০ টাকা     

এবং  তৃতীয় মাসে ৫০,০০০ টাকা । তবে এই ৫০,০০০ টাকার বেশী কমিশন পাবেন না। তবে ঐ এলাকায় আমাদের বেতন ছাড়া প্রতিনিধি নিয়োগ পেলে চাকুরী থাকবে না।

অন্যটি হল -(২) যারা বেতন ছাড়া শুধু কমিশন হিসাবে সুবিধা পেতে চান তারা আনলিমিটেড কমিশন পাবেন।

উদ্যোমি, চটপটে, বাকপটু, সহজে মানুষের সাথে মিশতে পারে এবং মানুষকে সহজে কনভিন্স করতে পারে এমন দক্ষ যুবক-যুবতী, ছাত্র-ছাত্রী, নিজের গলি বা মহল্লায় থেকেই ইনকাম করতে আগ্রহী মা-বোন, অবসরপ্রাপ্ত চাকুরীজীবী, স্বল্প বেতনের চাকুরিজীবীগণ সরাসরি যোগাযোগ করুন। যোগাযোগ-01711-900899

বি.দ্র: যাদের নিজেদের ছোট বা বড় মুদি দোকান আছে এবং Marketing-এ অভিজ্ঞ, MLM বা  Network Marketing-এ দক্ষ বা অভিজ্ঞ যুবকগণকে অগ্রাধীকার দেয়া হবে।                                                                                                                        

2.  Parc Bazaar--পার্ক বাজার                                        

ডাইনামিক যুবক-যুবতীদের জন্য অসাধারন অফার :

চাকুরী নয় - বিনাপুঁজিতে ব্যবসা করব।
অর্থাৎ বিনা পুঁজিতে ওয়ার্কিং পার্টনার হব।
# আমরা কয়েকজন বন্ধুমিলে ডাইনামিক যুব সমাজকে  প্রকৃতই  স্বাবলম্বি করার লক্ষ্যে একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সেবামূলক কাজের উদ্যোগ গ্রহন করেছি । এই প্রতিষ্ঠানের লাভ মালিকরা নেন না বরং লাভের পুরোটাই কোম্পানীর সাথে জড়িত বিনা পুঁজির ব্যবসায়ীদেরকে দিয়ে দেওয়া হয় । আমাদের এই ব্যতিক্রমধর্মী সামাজিক সেবামূলক বিনা পুঁজির প্লাটফর্মের নাম- PARC Bazaar.

PARC এর একটি সুন্দর অর্থ আছে-তা হল:

PARC = Poverty Alleviation and Rehabilitation Centre.
 
যদি বাংলায় বলি “ দারিদ্র বিমোচন এবং পূণর্বাসন কেন্দ্র ”। 

# এই নামের মধ্যেই ব্যতিক্রমধর্মী এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নিহিত আছে । এই প্রতিষ্ঠানের সাথে জড়িত প্রত্যেককেই পূণর্বাসন এবং স্বাবলম্বি করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য । 
# তাই ডাইনামিক যুবক-যুবতীদেরকে বলছি “ চাকুরী নয় - আমরা ব্যবসা করব ” ।                    

# পুঁজি আমাদের, ব্যাসায়িক পরিকল্পনা আমাদের, পণ্য আমাদের, সকল প্রকার  লজিস্টিক সাপর্ট আমাদের, প্রশিক্ষন আমরা দিব, ব্যবসার কৌশল আমরা শিখিয়ে দিব-কিন্তু পরিশ্রম আপনাদের এবং ব্যবসা ও ইনকাম আপনারা করবেন ।
# আমাদের যাদের ব্যবসা করার যথেষ্ট পুঁজি নাই তারা বিনা পুঁজিতেই ওয়ার্কিং পার্টনার হিসেবে স্বাধীনভাবে ব্যবসা করব ।
# ঢাকা শহরের প্রতিটি মহল্লায় ১--৩ জনের ১টি করে টিমকে PARC প্রতিনিধী হিসেবে দায়িত্ব দেয়া হবে ।
# চটপটে, উদ্যোমি, বাকপটু, মিশুক অর্থাৎ সহজে মানুষের সাথে মিশতে পারে এবং সহজে মানুষকে কনভিন্স করতে পারে এমন
ডাইনামিক যুবক -যুবতী, ছাত্র-ছাত্রী, মা-বোন, অবসরপ্রাপ্ত চাকুরীজীবী, স্বল্প বেতনের চাকুরীজীবীগণ আপনাদের মহল্লা বা এলাকায় বসবাসকারী আপনাদের পাশের ফ্লাটের বা পাশের বিল্ডিং এর আপা, আন্টি, আংকেল বা প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিচিতদেরকে কনভিন্স করুন । আমাদের পার্ক ষ্টোর (PS) হতে তাদের প্রতিদিনের সকল নিত্যপ্রয়োজনীয় পণ্য  অর্থাৎ  চাল, ডাল, তেল, মসলা, মাছ-মাংস, সবজি, ঔষধ, ষ্টেশনারী, ইলেকট্রিক আইটেম ক্রয় করতে অনুরোধ করুন ।

এখন দেখুন- বিনা পুঁজিতে ব্যবসা করলে আপনার কি কি লাভ ?
# প্রথম অবস্থায় আপনি যখন মাত্র ২ জন বন্ধু বা ২ জন পার্টনার সংগ্রহ করবেন তখন আপনি পাবেন ১০০০ টাকা । আপনার ঐ ২বন্ধু বা ২ জন পার্টনারও পাবেন ৫০০ টাকা করে। এভাবে আপনি যখন এককভাবে ৪/১০/১৫/২০/২৫/৩০ জন সদস্য সংগ্রহ করবেন তখন আপনি পাবেন- ১৬০০/৪০০০/৬০০০/৮০০০/১০০০০/১২০০০ টাকা । আপনার বন্ধুরাও প্রত্যেকেই পাবেন ৫০০ টাকা করে। এরপর আপনি আমাদের পলিসি অনুযায়ী  Cycle বেনিফিট পাওয়া শুরু করবেন । আপনার বন্ধুরাও একইভাবে Cycle  বেনিফিট পাওয়া শুরু করবেন ।  তখন হবে বিনা পুঁজির ব্যবসার আসল মজা :

# কোন বিনিয়োগ ছাড়াই প্রতি মাসে কমপক্ষে ৫০,০০০-১০,০০,০০০ টাকা করে ইনকাম করার সুযোগ রয়েছে ।
# শুধুমাত্র ৩মাসের মধ্যে ১টি আধুনিক Pulsur Motor Cycle অর্জন করুন।
# শুধুমাত্র ৩ বৎসরের মধ্যে ১টি স্বপ্নের প্রাইভেট কার অর্জন করুন।
# শুধুমাত্র ১৫ বৎসর পর প্রতিমাসে ৫০,০০০ টাকা করে আজীবন পেনশন পাবেন ।
# আরো ৫ বৎসর পর আপনার ফ্লাটের জন্য জমির শেয়ার পাবেন । # আরো ৫ বৎসর পর আপনার স্বপ্নের ফ্লাট পাবেন ?
# আপনি কি নিজের সারাজীবনের জন্য ১টি টাকার গাছ গারতে চান ? সেটা আমরাই গেরে দিব ।
# আপনি আপনার মহল্লার প্রত্যেক সদস্যকে তাদের সারাজীবনের জন্য ১টি করে টাকার গাছ গেরে দিন।
# তাই বিনা পুঁজির ব্যবসায়ে যোগ দিন এবং নিজের মহল্লায় থেকেই স্বাধীনভাবে নিজের ব্যবসা পরিচালনা করুন।

# কাস্টমারদেরকে প্রথমে আকৃষ্ট করার জন্য ওপেনিং অফার হিসেবে থাকছে- ধামাকা বা  হৈ চৈ অফার  :
 ক) আপনি আগামী ১ সপ্তাহে বাজার দামে যত টাকার সবজি ক্রয় করবেন পরের প্রতি সপ্তাহে তার অর্ধেক সবজি আজীবন ফ্রি পাবেন।
 খ) আপনি আগামী ১ দিনে বা ১ সপ্তাহে বা ১মাসে ১০০০ টাকার চাল-ডাল-মাছ-মাংস-সবজি এবং ঔষধসহ সকল প্রকার বাজার পাইকারীদামে ক্রয় করলে পরের প্রতিদিন বা পরের প্রতি সপ্তাহে বা পরের প্রতিমাসে ২ কেজি করে আলু (৫০ টাকা মূল্যের) আজীবন ফ্রি পাবেন । শর্ত প্রযোজ্য।

# কাস্টমারগণ কেন আমাদের নিকট থেকে পণ্য ক্রয় করবেন ?
# আমাদের নিকট থেকে পণ্য ক্রয় করবেন এই জন্য যে-সকল প্রকার সবজি, মাছ-মাংস অবশ্যই বাজারদামের চেয়ে কম দামে পাবেন, আমাদের ষ্টোর হতে সকল পণ্য অবশ্যই পাইকারীদামে পাবেন, পণ্য তাজা ও ফ্রেশ পাবেন, মাসের বাজারে অবশ্যই ৫০০--১০,০০০ টাকার করে বাজার আজীবন ফ্রি পাবেন। বাজার ১ ঘন্টার মধ্যে ফ্রি হোম ডেলিভেরী পাবেন ।


যোগাযোগ : 01765-99 61 61,  01746-77 51 51

E-mail:parcbazaar@gmail.com, 

visit: www.parcbazaar.com and 

Install Apps: Parc Bazaar,

www.facebook.com/parcbazaar.com.bd

৩।  উদ্যোক্তা হউন নিজের ব্যবসা নিজেই করুন : 

উদ্যোক্তা হিসাবে ব্যবসা করতে চান ? এই মূহূর্তে যথেষ্ট পুঁজি নাই ?  পুঁজি সংগ্রহ করতে চান ? তা হলে আসুন- আপনাকে সেই পুঁজি সংগ্রহের জন্য সুযোগ করে দিচ্ছে PARC Bazaar এর পুঁজি সংগ্রহের একটি অত্যাধুনিক প্লাটফর্ম ।

# যে সকল  ডাইনামিক যুবক-যুবতী উদ্যোক্তা হিসাবে কাজ করতে চান ? কিন্তু  যথেষ্ট পুঁজি নাই- শুধু তাদের জন্য -কাজের মাধ্যমে পুঁজি সংগ্রহ,  তাদের মার্কেট সৃষ্টি এবং তাদের নিজস্ব কাস্টমার তৈরীর জন্য PARC Bazaar একটি চমৎকার প্লাটফর্ম তৈরী করে দিচ্ছে।